Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Forgery

সই জাল করে টাকা লোপাট, গ্রেফতার

সংস্থার মালিক পুলিশে অভিযোগ দায়ের করলে পোস্তা থানা ওই হিসাবরক্ষক প্রদীপ দাসকে বারাসত থেকে গ্রেফতার করেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৪:২৬
Share: Save:

শরবত প্রস্তুতকারক একটি সংস্থা থেকে অল্প অল্প করে প্রায়ই টাকা সরিয়ে নিয়েছিলেন হিসাবরক্ষক। বিষয়টি বুঝতেই পারেননি মালিক। লকডাউনের সময়ে হিসেব মেলাতে গিয়ে তিনি বুঝতে পারেন, ওই কর্মী গত ছ’-সাত বছরে অন্তত ৫২ লক্ষ টাকা সরিয়েছেন। আর এই পুরো কাজটাই তিনি করেছেন সই জাল করে। সংস্থার মালিক পুলিশে অভিযোগ দায়ের করলে পোস্তা থানা ওই হিসাবরক্ষক প্রদীপ দাসকে বারাসত থেকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, পোস্তার ওই শরবত প্রস্তুতকারক সংস্থার মালিক সম্প্রতি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, লকডাউনের সময়ে সংস্থার হিসেব মেলাতে গিয়ে গরমিল নজরে পড়ে তাঁর। গরমিল দেখে ব্যাঙ্কে খোঁজ নিতে গিয়ে দেখেন, সংস্থার চেকের মাধ্যমেই টাকা তোলা হয়েছে বিভিন্ন সময়ে। আর সেই চেকে তাঁরই সই ছিল। এর পরেই পুলিশের দ্বারস্থ হন সংস্থার মালিক।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নথি, চেক, ভাউচার— সবই প্রদীপের হাতে ছিল। এর পরে ব্যাঙ্কের কাছে পুলিশ চেকের সই মেলাতে গিয়ে দেখে, সেগুলি জাল। এর পরেই সোমবার বিকেলে ব্যারাকপুর-বারাসত রোডের উপর থেকে প্রদীপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে মনোদীপ দাশগুপ্তের এজলাসে ধৃতকে তোলা হলে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতে সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি জানিয়েছেন, সংস্থার টাকা তছরুপের ঘটনায় ধৃতের সরাসরি হাত রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forgery Arrest Barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE