Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এন্টালির গুলি-কাণ্ডে ধৃত এক

সোমবার লালবাজারের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘টিপুর কাছে একটি আগ্নেয়াস্ত্র মিলেছে।’’ তবে তা থেকেই গুলি ছোড়া হয়েছিল কি না জানতে সেটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে।

 —প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৩
Share: Save:

পুলিশের নাগাল এড়িয়ে দিনভর পালিয়ে বেড়াচ্ছিল সে। শেষে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেই গোয়েন্দাদের জালে ধরা দিল এন্টালির গুলি-কাণ্ডে অভিযুক্ত মহম্মদ টিপু।

পুলিশ জানায়, শনিবার মহম্মদ আরজু নামে এন্টালির এক যুবককে গুলি করে পালায় টিপু। রবিবার পুলিশ খবর পায়, কনভেন্ট লেনে বান্ধবীর সঙ্গে দেখা করতে আসছে সে। রাতে বান্ধবীর বাড়িতে ঢোকার পরেই টিপুকে ধরে পুলিশ।

সোমবার লালবাজারের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘টিপুর কাছে একটি আগ্নেয়াস্ত্র মিলেছে।’’ তবে তা থেকেই গুলি ছোড়া হয়েছিল কি না জানতে সেটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে। ধৃতের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।

প্রাথমিক জেরায় টিপু দাবি করেছিল, গোলমালের সময়ে মেজাজ হারিয়ে মহম্মদ আরজুকে গুলি করে সে। একটি সিসিটিভিতেও আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে টিপুর পালানোর ছবি ধরা পড়েছে বলে খবর।

পুলিশ জানায়, টিপু এন্টালির ‘উঠতি’ দুষ্কৃতী। কিন্তু গত ক’বছরে কেলো বাপি, নেটো, মহম্মদ শাকিল, বাচ্চা কালো-র এন্টালিতে একাধিক দুষ্কৃতী মাথাচাড়া দিয়েছে। দুষ্কৃতী দমনে লালবাজার যথেষ্ট তৎপর নয় বলেই বাসিন্দাদের অভিযোগ। তাঁরা জানান, রবিবার রাতেও বাচ্চা কালো কোমরে রিভলভার গুঁজে এলাকায় ঘোরাফেরা করছিল। সোমবার এলাকা দুষ্কৃতীমুক্ত করার দাবিতে বাচ্চা কালো ও কেলো বাপির বাড়ির সামনে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। পুলিশ গুন্ডা দমনের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Entally gun attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE