Advertisement
১৭ এপ্রিল ২০২৪

প্রাচীন স্বর্ণমুদ্রা বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহাদ ১০ লক্ষ টাকার বিনিময়ে ২০০টি প্রাচীন সোনার মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কলকাতার বাসিন্দা দেবাশিস চক্রবর্তীকে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা 
বোলপুর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ০১:৪৮
Share: Save:

প্রাচীন স্বর্ণমুদ্রা বিক্রির কথা বলে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহারাষ্ট্র থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। ধৃতের নাম আহাদ খান ওরফে আজাদ। বাড়ি বোলপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহাদ ১০ লক্ষ টাকার বিনিময়ে ২০০টি প্রাচীন সোনার মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কলকাতার বাসিন্দা দেবাশিস চক্রবর্তীকে। গত মাসে দেবাশিস বোলপুরে গিয়ে ওই টাকার বিনিময়ে মুদ্রাগুলি আহাদের কাছ থেকে নেন। কিন্তু ফিরে এসে মুদ্রাগুলি যাচাই করিয়ে তিনি দেখেন, সেগুলি সোনার তৈরিই নয়। এর পরেই বোলপুর থানায় লিখিত অভিযোগ জানান দেবাশিস।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু করা হয়। মঙ্গলবার রাতে প্রতারণা-চক্রের মাথা আহাদকে মহারাষ্ট্রের রায়গড় থেকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে নকল মুদ্রা বিক্রির কথা স্বীকারও করেছে বলে পুলিশ জানিয়েছে। মহারাষ্ট্র থেকে ট্রানজিট রিমান্ডে তাকে বোলপুর আদালতে হাজির করানোর জন্য নিয়ে আসা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে ১০০ জনেরও বেশি অভিযুক্তকে আগেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশেরই বাড়ি সাঁইথিয়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, তাদের তরফে এমন প্রতারণা রুখতে জেলা জুড়ে প্রচার করা হচ্ছে। বীরভূম জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘এমন প্রতারণা আটকাতে ইতিমধ্যেই আমরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছি, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Bolpur Maharashtra Fake Coin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE