Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শোভন-সাফাই

বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ একাধিক মন্ত্রীর নামে থাকা প্রায় ন’টি প্রকল্পের ফলক পুরসভা থেকে সরিয়ে দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরভবনের কনফারেন্স রুমের দেওয়ালে ওই ফলকগুলি সারিবদ্ধ ভাবে লাগানো ছিল দশ বছর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০২:০৮
Share: Save:

বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ একাধিক মন্ত্রীর নামে থাকা প্রায় ন’টি প্রকল্পের ফলক পুরসভা থেকে সরিয়ে দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরভবনের কনফারেন্স রুমের দেওয়ালে ওই ফলকগুলি সারিবদ্ধ ভাবে লাগানো ছিল দশ বছর। শনিবার অফিস বন্ধ হওয়ার পরে তা সরানোর কাজ শুরু করে পুর প্রশাসন। সোমবার গিয়ে দেখা যায়, সব ফলক সরিয়ে ফেলা হয়েছে।

কেন সরানো হল ফলক? মেয়রের জবাব, ‘‘জায়গাটা পরিষ্কার করা হল। তার বেশি কিছু নয়।’’ পুরসভা সূত্রের খবর, বাম আমলেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সম্বলিত ওই ফলক কনফারেন্স রুমে লাগানো হয়েছিল। মেয়রের ঘরে ঢোকার মুখেই তা থাকায় অনেকের নজরে পড়ত। এক আধিকারিকের কথায়, ‘‘দেওয়াল জুড়ে থাকা বাম মন্ত্রীদের কীর্তি হয়তো পছন্দ নয় বর্তমান পুরবোর্ডের। তাই তা তুলে ফেলা হল।’’ এ নিয়ে বিরোধী সিপিএমের একাধিক কাউন্সিলর মেয়রের কাছে প্রতিবাদও করেন। তাতে অবশ্য হেলদোল নেই মেয়রের। তিনি বলেন, ‘‘যে পেরেছেন ফলক লাগিয়েছেন। তাই সরানো হল।’’ গত পাঁচ বছরে তা সরানো হল না কেন? এর কোনও জবাব দেননি মেয়র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE