Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Metro Rail

ফের ব্যাহত মেট্রো, চিন্তায় যাত্রীরা

এ দিন বিকেলে কুঁদঘাট সংলগ্ন নেতাজি মেট্রো স্টেশনে বিভ্রাটের পড়ে দমদমগামী এসি মেট্রো।

-ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০১:০৪
Share: Save:

ছ’মাসের কিছু কম সময় বন্ধ ছিল মেট্রো। নিউ নর্মাল পরিস্থিতিতে সীমিত যাত্রী নিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় শ’খানেক কম ট্রেন চালিয়ে চলছে পরিষেবা। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে ফের ব্যাহত হল যাত্রা। এই নিয়ে গত দু’মাসে দু’বার এমন হওয়ায় প্রশ্ন উঠছে, রেকের রক্ষণাবেক্ষণ নিয়ে। যাত্রীদের আশঙ্কা, গড়ে এক লক্ষের কিছু বেশি যাত্রীর চাপ সামলাতে এই অবস্থা হলে ভিড় বাড়লে কী হবে?

এ দিন বিকেলে কুঁদঘাট সংলগ্ন নেতাজি মেট্রো স্টেশনে বিভ্রাটের পড়ে দমদমগামী এসি মেট্রো। রেকের নীচ থেকে ধোঁয়া বেরোনোয় সেটি চালানোর ঝুঁকি নেননি কর্তৃপক্ষ। মহানায়ক উত্তমকুমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের নামিয়ে অন্য ট্রেনে দমদমের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আপ লাইনে দমদমের দিকে বিকেল ৩টে ২ মিনিট থেকে ৩টে ১৭ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে অভিযোগ, আপ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল অনিয়মিত ছিল।

এ দিনের ঘটনা মনে করিয়ে দিয়েছে ২৯ সেপ্টেম্বরে ওই একই স্টেশনের মেট্রো বিভ্রাটের কথা। সেই ঘটনায় নেতাজি স্টেশনে নয়া এসি রেকের একটি কামরার নীচের থার্ড রেলের কারেন্ট কালেক্টরের ধাতব পাত ছিটকে ভেঙে গিয়েছিল চিনামাটির ইনসুলেটর। যার উপরে থার্ড রেল বসানো থাকে। তখন এক দিন মেট্রো চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: আর্থিক সমস্যায় জর্জরিত বৃদ্ধ দম্পতির পচাগলা দেহ উদ্ধার

এ দিনও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি মেধা-৭ রেকের একটি কামরার নীচের থার্ড রেল কারেন্ট কালেক্টরে সমস্যা দেখা দেয়।

বার বার কেন এমন হচ্ছে? প্রশ্নের উত্তর মেলেনি। মেট্রোর আধিকারিকদের দাবি, সতর্কতার কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। ফলে মিনিট পনেরো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Rail Kudghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE