Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ব্যস্ত সময়ে বিকল মেট্রো, দুর্ভোগে যাত্রীরা

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সংলগ্ন বিদ্যুতের  সাব-স্টেশনের হাইস্পিড সার্কিট ব্রেকার বিকল হয়ে যাওয়াতেই রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্কের মধ্যে আপ লাইনে থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঠাঁই নাই: বিভ্রাটের জেরে মেট্রোয় ঠাসাঠাসি ভিড়। বুধবার। ছবি: স্বাতী চক্রবর্তী

ঠাঁই নাই: বিভ্রাটের জেরে মেট্রোয় ঠাসাঠাসি ভিড়। বুধবার। ছবি: স্বাতী চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০২:২৯
Share: Save:

অফিসের ব্যস্ত সময়ে ফের বিভ্রাট মেট্রোয়! বুধবার সকালে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে দমদমমুখী একটি ট্রেন আচমকা বিকল হয়ে পড়ায় প্রায় ২০ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। এই ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল।

মেট্রো সূত্রে খবর, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আপ লাইনে দমদমমুখী একটি নন-এসি ট্রেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশন ছাড়ার মূহূর্তে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মেট্রোর কামরায় আলো এবং পাখা বন্ধ হয়ে যায়। টিআরসিসি অর্থাৎ, থার্ড রেল কারেন্ট কালেক্টরে সমস্যা হচ্ছে ভেবে চালক প্রথমে বেশ কয়েক বার ট্রেনটি চালানোর চেষ্টা করেন। পরে বোঝা যায়, থার্ড রেলে বিদ্যুৎ নেই। প্রায় মিনিট দশেক আটকে থাকার পরে যাত্রীদের কামরা থেকে নেমে আসতে বলা হয়। ১০টা ৫৫ মিনিট নাগাদ ফের আপ লাইনের থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১১টা নাগাদ খালি ট্রেনটি পরীক্ষার জন্য নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া হয়।

ট্রেনের মধ্যে ঠিক কী পরিস্থিতি হয়েছিল? এক যাত্রী বলেন, ‘‘আচমকা কামরার আলো-পাখা বন্ধ হয়ে গেল। কামরায় ইমার্জেন্সি আলো জ্বালানো হয় কিছু পরে। তবে হাওয়া না থাকায় গরমে হাঁসফাঁস করছিলাম সকলে। ভাগ্যিস ট্রেনটি তখন প্ল্যাটফর্মেই ছিল।’’ মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সংলগ্ন বিদ্যুতের সাব-স্টেশনের হাইস্পিড সার্কিট ব্রেকার বিকল হয়ে যাওয়াতেই রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্কের মধ্যে আপ লাইনে থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই ত্রুটি মেরামতির পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

তবে কেন এ ভাবে হাইস্পিড সার্কিট ব্রেকার বিকল হল, তা নিয়ে মেট্রোকর্তাদের একাংশের মধ্যে সংশয় রয়েছে। বিপত্তির মুখে পড়া বি-৫ রেকটি কলকাতা মেট্রোর অন্যতম প্রাচীন রেক। মেয়াদ ফুরিয়ে যাওয়া রেকটির কোনও যান্ত্রিক ত্রুটির কারণেও সাব-স্টেশনে ওই সমস্যা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা মেট্রোকর্তাদের একাংশের।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়াতেই সমস্যা হয়। মিনিট কুড়ি ট্রেন চলাচল ব্যহত হয়। ওই সময়ে কবি সুভাষমুখী ডাউন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE