Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তৃণমূলের কার্যালয়ে দুষ্কৃতী ‘হামলা’

শাসক দলের কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে কামারহাটির ঘটনা। দুষ্কৃতীরা পালানোর সময়ে শূন্যে গুলি ছোড়ে বলেও অভিযোগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০১:২২
Share: Save:

শাসক দলের কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে কামারহাটির ঘটনা। দুষ্কৃতীরা পালানোর সময়ে শূন্যে গুলি ছোড়ে বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রের খবর, কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের টিচার্স কলোনি মোড়ে নীলগঞ্জ রোডের উপরেই রয়েছে স্থানীয় তৃণমূল কার্যালয়। পাশেই ওয়ার্ড অফিস। পুলিশ জানিয়েছে, রবিবার রাত পৌনে দু’টো নাগাদ তিনটি মোটরবাইকে সাত দুষ্কৃতী এসে দলীয় কার্যালয়ের কোল্যাপসিব্‌ল গেট ও দেওয়াল লক্ষ্য করে চারটি বোমা ছোড়ে। স্থানীয় কাউন্সিলর তথা কামারহাটি পুরসভার চেয়ারম্যান-পারিষদ বিমল সাহা জানান, সে সময়ে কিছুটা দূরের একটি ক্লাবে পিকনিক

চলছিল। বিকট শব্দ শুনে তাঁরাও রাস্তায় বেরিয়ে আসেন। বিমলবাবু বলেন, ‘‘ওই ক্লাবের ছেলেরা দু‌ষ্কৃতীদের তাড়া করতেই ওরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে বাইক নিয়ে পানিহাটির দিকে পালিয়ে যায়। পুজোর আগে এলাকায় অশান্তি ছড়াতেই এ সব করা হচ্ছে।’’

সোমবার এলাকায় গিয়ে দে‌খা গেল, তৃণমূলের ওই দলীয় অফিসের দেওয়ালে বোমার কালো দাগ। তবে এলাকার প্রাক্তন বিধায়ক মদন মিত্র বলেন, ‘‘গোটা কামারহাটিতেই শান্তি বজায় রয়েছে। রবিবার অন্য ওয়ার্ডের সমস্যা নিয়ে অনেক রাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এই ঘটনাটি শুনিনি। তবে খোঁজ নিচ্ছি।’’ এ দিন সকালে বিমলবাবুর থেকে বিষয়টি জেনেছেন বলে জানান পুর চেয়ারম্যান গোপাল সাহা। তাঁর কথায়, ‘‘কী ঘটেছে, কী ফেটেছে— তা পুলিশ তদন্ত করে দেখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Attack Party Office TMC Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE