Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তোলার টাকা না পেয়ে ব্যবসায়ীকে মারধর

বৃহস্পতিবার সন্ধ্যায় চার দুষ্কৃতী সইফুদ্দিনের অফিসে এসে ফের টাকা দেওয়ার জন্য শাসানি দিতে থাকে। সে সময়ে সইফুদ্দিনের সঙ্গে ছিলেন তাঁর দুই দাদা সাবউদ্দিন ও শাহনওয়াজ। অভিযোগ, তিন জনকেই মারধরের হুমকি দেয় দুষ্কৃতীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৩:০৯
Share: Save:

দাবি মতো তোলার টাকা না দেওয়ায় দুই ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার গড়িয়ার কন্দর্পপুরে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে সইফুদ্দিন মণ্ডলের। অভিযোগ, কয়েক দিন ধরেই স্থানীয় কিছু দুষ্কৃতী ২০ হাজার টাকা আদায়ের জন্য তাঁকে চাপ দিচ্ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় চার দুষ্কৃতী সইফুদ্দিনের অফিসে এসে ফের টাকা দেওয়ার জন্য শাসানি দিতে থাকে। সে সময়ে সইফুদ্দিনের সঙ্গে ছিলেন তাঁর দুই দাদা সাবউদ্দিন ও শাহনওয়াজ। অভিযোগ, তিন জনকেই মারধরের হুমকি দেয় দুষ্কৃতীরা।

সইফুদ্দিন পুলিশকে জানিয়েছেন, তিনি থানায় যাওয়ার জন্য গ্যারাজ থেকে গাড়ি বার করায় দুষ্কৃতীরা রড নিয়ে তাতে ভাঙচুর চালায়। ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। সইফুদ্দিনকে বাঁচাতে দুই দাদা ছুটে এলে তাঁদেরকেও রড ও বাঁশ দিয়ে পেটায় দুষ্কৃতীরা। মারেরচোটে অচৈতন্য হয়ে পড়েন সাবউদ্দিন ও শাহনওয়াজ।

স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম অবস্থায় ওই দু’জনকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের নিয়ে আসা হয় ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাবউদ্দিন ও শাহনওয়াজের মাথায় গুরুতর চোট রয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মাঠ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি বোমাও। তবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

extortion Miscreants businessman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE