Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নিখোঁজ হওয়া তরুণী উদ্ধার বাংলাদেশে

তদন্ত শুরু করে পুলিশ বাংলাদেশের সেই তরুণীর অভিভাবকদের সঙ্গে ফোনে কথা বলে। তখন জানা যায়, তাঁদের মেয়েও বাড়ি থেকে উধাও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০২:০৮
Share: Save:

বাংলাদেশ থেকে কলেজপড়ুয়া এক তরুণীকে উদ্ধার করল পুলিশ। দিন দশেক আগে নরেন্দ্রপুর থানার তেঁতুলবেড়িয়া এলাকা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর পরিজনেরা নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করেন।

তদন্তকারীরা জানান, ওই তরুণীর মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায়, তিনি বাংলাদেশে রয়েছেন। ফেসবুকের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে বাংলাদেশের এক তরুণীর পরিচয় হয়। বাড়িতে কাউকে কিছু না বলে সেখানেই যান ওই তরুণী। অবশ্য পুলিশের প্রথমে আশঙ্কা ছিল তরুণী কোনও পাচার-চক্রের কবলে পড়েছেন।

তদন্ত শুরু করে পুলিশ বাংলাদেশের সেই তরুণীর অভিভাবকদের সঙ্গে ফোনে কথা বলে। তখন জানা যায়, তাঁদের মেয়েও বাড়ি থেকে উধাও। বারুইপুর জেলা পুলিশের এক কর্তার কথায়, ‘‘বাংলাদেশ পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করি। ওরা ওই দুই তরুণীকে আটক করে। বারুইপুরের ওই ছাত্রীকে বিমানে কলকাতায় ফেরত পাঠানো হয়।’’

শুক্রবার সকালে কলকাতায় ফেরেন ওই তরুণী। পুলিশ জানায়, বছরখানেক ধরে বাংলাদেশি ওই বান্ধবীর সঙ্গে তরুণীর পরিচয়। ভিডিয়ো কলেও তাঁরা কথা বলতেন। তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও তরুণী জানতেন, বাবা-মা তাঁকে একা বাংলাদেশ যেতে দেবেন না। তাই নিজের হাতখরচের টাকায় তিনি পাসপোর্ট তৈরি করান। পরে কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে বাংলাদেশের ভিসাও পেয়ে যান। এর পরে বাড়িতে কিছুই না জানিয়ে তিনি বাংলাদেশ চলে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Girl Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE