Advertisement
২০ এপ্রিল ২০২৪
Model Test Paper

টেস্ট না হলেও মডেল প্রশ্ন নিয়েই বেরোবে টেস্ট পেপার

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানান, তাঁদের মাধ্যমিকের টেস্ট পেপার বেরোচ্ছে ১৯৩৭ সাল থেকে।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

আর্যভট্ট খান
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০২:৪৫
Share: Save:

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসার আগে পরীক্ষার্থীদের প্রথম সোপান স্কুলের টেস্ট পরীক্ষা। কিন্তু বতর্মান করোনা পরিস্থিতিতে সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। তবে টেস্ট না হলেও বিভিন্ন স্কুলের মডেল প্রশ্নপত্র এবং বিগত বিভিন্ন বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে টেস্ট পেপার বার করতে উদ্যাগী হয়েছে কয়েকটি শিক্ষক সংগঠন। তাদের বক্তব্য, এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কেমন প্রশ্ন আসতে পারে, তার ধাঁচ এখনও পায়নি পড়ুয়ারা। তার উপরে কাটছাঁট করা হয়েছে পাঠ্যক্রমেও। শিক্ষক সংগঠনগুলির দাবি, নতুন আঙ্গিকে তৈরি করা তাদের এই টেস্ট পেপার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আগে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে অনেকটাই সহায়ক হবে।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানান, তাঁদের মাধ্যমিকের টেস্ট পেপার বেরোচ্ছে ১৯৩৭ সাল থেকে। এখনও পর্যন্ত কোনও বার তা বেরোনো বন্ধ হয়নি।

সুকুমারবাবু বলেন, ‘‘আমাদের টেস্ট পেপার এবিটিএ-এর টেস্ট পেপার নামে পড়ুয়ামহলে জনপ্রিয় বহু বছর ধরে। এ বারও তা বেরোবে।’’

আরও খবর: টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া ৪৪৭ জনের, গুরুতর নয়, বলল কেন্দ্র

কিন্তু টেস্ট পেপারে তো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে। এ বার টেস্টই হয়নি। তা হলে টেস্ট পেপারে কী থাকবে? সুকুমারবাবু বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষার মডেল প্রশ্ন, বিভিন্ন স্কুল অনলাইনে যে ‘মক টেস্ট’ নিয়েছে তার প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্নাবলী থাকবে।’’ তিনি জানান, চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাওয়ায় আগামী মাসের গোড়ায় প্রকাশিত হবে মাধ্যমিকের টেস্ট পেপার। তবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নের নম্বর বিভাজন এখনও প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেটি জানানো হলে বেরোবে উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপারও।

আরও খবর: জোট হলে কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দেবেন না আব্বাস, দাবি সোমেন পুত্রের

আর এক শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার জানালেন, তাঁদের সংগঠনের টেস্ট পেপার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘‘রাজ্যের কিছু উল্লেখযোগ্য স্কুলের গত কয়েক বছরের মাধ্যমিকের টেস্টের প্রশ্ন রয়েছে আমাদের টেস্ট পেপারে। সেই সঙ্গে মডেল প্রশ্ন এবং চলতি বছরে সিলেবাস কমে যাওয়ার ফলে যে নতুন নম্বর বিভাজন হয়েছে, সেই অনুযায়ী মডেল প্রশ্ন করেছেন অভিজ্ঞ শিক্ষকেরা।’’

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, তাঁদের সংগঠনও প্রতি বারের মতো এ বার টেস্ট পেপার প্রকাশ করছে। তবে তাঁরা শুধু মাধ্যমিকের টেস্ট পেপারই ছাপেন। এ বারও তাই করছেন। সৌগতবাবু জানান, চলতি মাসের শেষেই তাঁদের টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার কথা।

এ বছর টেস্ট পরীক্ষা না হওয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই মডেল প্রশ্নোত্তর প্রকাশ করেছে। সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেন, ‘‘টেস্ট না হলেও এই মডেল প্রশ্নোত্তর পরীক্ষার্থীদের অনেকটাই দিশা দেখাবে বলে আমরা আশাবাদী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Model Test Paper
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE