Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বারাসতে খাসির মাংস আড়াইশো টাকা

বাজারদরের প্রায় অর্ধেক দামে খাসির মাংস দেদার বিকোচ্ছে বারাসতের বিভিন্ন দোকানে। সাইনবোর্ড ঝুলিয়ে, মাইক ফুঁকে বিক্রি হচ্ছে সেই মাংস। কোথাও সঙ্গে হাজির পোস্টার।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০০:২২
Share: Save:

বাজারদরের প্রায় অর্ধেক দামে খাসির মাংস দেদার বিকোচ্ছে বারাসতের বিভিন্ন দোকানে। সাইনবোর্ড ঝুলিয়ে, মাইক ফুঁকে বিক্রি হচ্ছে সেই মাংস। কোথাও সঙ্গে হাজির পোস্টার। তাতে লেখা, ‘‘এক কিলো মাংস কিনলে এক কিলো আলু, ২৫০ গ্রাম পেঁয়াজ ফ্রি।’’ কী ভাবে এত কম দামে মাংস বিকোচ্ছে, তা নিয়ে বহু জনের বহুমত। সেই মাংস কতটা স্বাস্থ্যসম্মত, প্রশ্ন রয়েছে তা নিয়েও। ‘সস্তার মাংসের’ রহস্যভেদও হয়নি। কেউ বলছেন বন্যা হয়েছে, তাই বিহার থেকে আনা হচ্ছে। কেউ বলছেন, সীমান্তরক্ষীরা ধরপাকড় করেছেন, তাই কম দামে মিলছে খাসি। পুলিশ এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্তাদের বক্তব্য— অভিযোগ বা আইনশৃঙ্খলার অবনতি যেহেতু হয়নি, তাই কিছু করার নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mutton price Barasat market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE