Advertisement
১৬ এপ্রিল ২০২৪

শহরে নয়া ক্যানসার হাসপাতাল

জরায়ু কিংবা প্রস্টেট ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা কিংবা ক্যানসারের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরে অন্য ঝুঁকি রয়েছে কি না— এমন বহু প্রশ্নের উত্তর দেয় নিউক্লিয়ার মেডিসিন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

জরায়ু কিংবা প্রস্টেট ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা কিংবা ক্যানসারের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরে অন্য ঝুঁকি রয়েছে কি না— এমন বহু প্রশ্নের উত্তর দেয় নিউক্লিয়ার মেডিসিন। ক্যানসার চিকিৎসার সঙ্গে যুক্ত এই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এ বার নতুন ক্যানসার হাসপাতালের উদ্বোধন করল শহরের একটি বেসরকারি হাসপাতাল। নয়াবাদের নতুন ক্যাম্পাসে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যানসার হাসপাতালে পরিষেবা চালু হয়েছে দিন পনেরো আগে। সোমবার এর আনুষ্ঠানিক সূচনা হয়।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ক্যানসার চিকিৎসায় রেডিয়োথেরাপির পাশাপাশি প্রয়োজন হয় নিউক্লিয়ার মেডিসিনের। এ রাজ্যে সরকারি ক্ষেত্রে শুধু এসএসকেএমেই কয়েক’শো কোটি টাকা দিয়ে এ জন্য প্রয়োজনীয় গামা মেশিন কেনার হয়েছিল। বেসরকারি ক্ষেত্রে এই মেশিন রয়েছে হাতে গোনা কয়েকটি জায়গায়। নতুন ক্যানসার হাসপাতাল সূত্রে খবর, সেখানে লিনিয়র অ্যাক্সিলারেটরের মতো আধুনিক রেডিয়োথেরাপির পাশাপাশি রয়েছে পেট সিটি স্ক্যান, বেটা অ্যান্ড গামা থেরাপির সুযোগ। হাসপাতালের অধিকর্তা আশিষ মুখোপাধ্যায় জানান, ক্যানসার চিকিৎসায় অন্যতম বাধা ব্যয়বহুল দীর্ঘমেয়াদি চিকিৎসা। তাই সরকারের পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রেও মানুষের সাধ্যের মধ্যে ক্যানসার চিকিৎসাকে আনতে চেয়ে নতুন এই হাসপাতাল চালু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prostate Cancer Breast Cancer Cancer Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE