Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যাদবপুরে এ বার প্রবেশিকার ফল নিয়েও বিতর্ক

মেধাতালিকায় রেজিস্ট্রারের নামের উল্লেখ নেই। নম্বরের ক্ষেত্রেও স্বচ্ছ্বতা নেই বলে অভিযোগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০২:১৩
Share: Save:

প্রবেশিকা-বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। দীর্ঘ টালবাহানার পরে কলা বিভাগের ছ’টি বিষয়ে প্রবেশিকা হয়েছিল। শুক্রবার তার মেধা তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু সেই তালিকা নিয়েও অস্বচ্ছ্বতার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত ১০ জুলাইয়ের কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছিল, ভর্তির প্রক্রিয়া ঠিক করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য এবং কলা বিভাগের ডিন শুভাশিস বিশ্বাস। কিন্তু মেধাতালিকায় রেজিস্ট্রারের নামের উল্লেখ নেই। নম্বরের ক্ষেত্রেও স্বচ্ছ্বতা নেই বলে অভিযোগ।

যাদবপুরে প্রবেশিকার বিরোধিতা করেছিলেন কর্মসমিতিতে উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি মনোজিৎ মণ্ডল। তিনি এ দিন বলেন, ‘‘যে কোনও আবেদনকারী মেধা তালিকাকে চ্যালেঞ্জ করে দিতে পারে। প্রবেশিকায় তারা কত পেয়েছে মেধা তালিকায় তা স্পষ্ট নয়।’’

প্রবেশিকার ফল নিয়ে ইতিমধ্যেই ই-মেল করে উপাচার্য এবং রেজিস্ট্রারকে আপত্তি জানিয়েছেন মনোজিৎবাবু। তাঁর দাবি বিষয়টি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে কর্মসমিতির বৈঠক ডাকা হোক। তত দিন ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হোক। বিষয়টি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জানিয়েছেন তিনি। ৮,৯,১০ অগস্ট এই ছ’টি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নেওয়ার কথা। ১৩ অগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কলা বিভাগের অন্যান্য বিভাগে ক্লাস ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে।

এ বছর প্রথমে কলা বিভাগে প্রবেশিকা না নেওয়ার কথা জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু পড়ুয়াদের আন্দোলনের জেরে প্রবেশিকা পরীক্ষা ফিরে আসে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তুলনামূলক সাহিত্য, দর্শন- এই ছ’টি বিষয়ের ভর্তির পরীক্ষা নেওয়া হয়। বলা হয়েছিল, বোর্ডের পরীক্ষার ৫০% ও প্রবেশিকা পরীক্ষার ৫০% নিয়ে যোগফল থেকে তৈরি হবে মেধা তালিকা। কিন্তু শুক্রবার ওই ছয় বিষয়ে প্রবেশিকার ফল প্রকাশের পরে দেখা যায় প্রবেশিকায় প্রাপ্ত নম্বর এবং বোর্ডের পরীক্ষার পাওয়া নম্বর আলাদাভাবে না দেখিয়ে দু’টির যোগফল দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এ দিন বিষয়টি নিয়ে আলোচনার জন্য রেজিস্ট্রার কলা বিভাগের ডিনকে ডেকে পাঠান। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী করা হবে সে নিয়ে এ দিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE