Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এ বার শহরে বসবে নৈশ বাজার

বুধবার বিধানসভায় দলেরই এক বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এ খবর দিয়ে বলেন, ‘‘বাজার প্রস্তুতির প্রাথমিক কাজ এগিয়েছে। অনুমতির জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। তা মিললেই জনগণের জন্য খুলে দেওয়া হবে।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০২:১৪
Share: Save:

শহরের প্রথম ভাসমান বাজারের উদ্বোধন হয়েছে চলতি বছরেই। এ বার শহরবাসীর জন্য রাজ্য সরকারের তরফে উপহার, নৈশ বাজার।

পুর ও নগরোন্নয়নে দফতর সূত্রের খবর, অনেকেই কাজের জন্য দিনের বেলায় বাজারে যেতে পারেন না। তাঁদের তরফে নৈশ বাজার খোলার আবেদন আসছিল অনেক দিন ধরেই। তার ভিত্তিতে ই এম বাইপাসের ধারে কালিকাপুর এলাকায় ওই বাজার চালু করা হবে। নতুন এই বাজার বসবে রাত ১০টা থেকে রাত ৩টে পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই চালু হবে ওই বাজার।

বুধবার বিধানসভায় দলেরই এক বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এ খবর দিয়ে বলেন, ‘‘বাজার প্রস্তুতির প্রাথমিক কাজ এগিয়েছে। অনুমতির জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। তা মিললেই জনগণের জন্য খুলে দেওয়া হবে।’’ এ দিন বিধানসভার অধিবেশনে কান্দির বিধায়ক অপূর্ব সরকার মন্ত্রীর কাছে জানতে চান, ভাসমান বাজার কোথায়? মন্ত্রী সে উত্তর দেন। এর পরে প্রশ্ন আসে, আর কোনও পরিকল্পনা রয়েছে? মন্ত্রী জানান, শহরে এ বার নৈশ বাজার তৈরি হচ্ছে। ভাসমান বাজারের আকর্ষণ বাড়ছে। তবে তা জলের উপরে হওয়ায় রাতে খোলা রাখার ঝুঁকি নেওয়া হয়নি।

কেএমডিএ সূত্রের খবর, আপাতত স্থির হয়েছে ওই বাজারে একশোর উপরে দোকান থাকবে। রাজ্যের হস্তশিল্পের নানা জিনিসও থাকবে। বাইপাসের ধারে কলকাতা পুর এলাকায় ওই বাজারের জায়গা নির্ধারিত হয়েছে। প্রতিটি দোকানের জন্য একই ধরনের স্টল তৈরি করা হবে। তা ছাড়া মুক্তমঞ্চ করার পরিকল্পনাও রয়েছে। সপ্তাহে এক-দু’দিন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বাজারের আকর্ষণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Night Market Urban Development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE