Advertisement
২৫ এপ্রিল ২০২৪
KMC

শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত শহরে জল মিলবে না বিস্তীর্ণ এলাকায়

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে পরিশোধিত পানীয় জল দেওয়ার পর, ১০টা নাগাদ পরিষেবা বন্ধ রাখা হবে।

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে পরিশোধিত পানীয় জল দেওয়ার পর, ১০টা নাগাদ পরিষেবা বন্ধ রাখা হবে।  নিজস্ব চিত্র

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে পরিশোধিত পানীয় জল দেওয়ার পর, ১০টা নাগাদ পরিষেবা বন্ধ রাখা হবে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৪:৫৪
Share: Save:

শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পাইপ মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য কয়েক ঘন্টা জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভার প্রশাসক মণ্ডলী।

পুরসভা সূত্রে খবর, শনিবার সকালে পরিশোধিত পানীয় জল দেওয়ার পর, ১০টা নাগাদ পরিষেবা বন্ধ রাখা হবে। ফের রবিবার ভোরে পানীয় জল পাওয়া যাবে।

মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ কলকাতার বেহালা, টালিগঞ্জের ও যাদবপুরের মতো কিছু এলাকায় কাজ চলবে। কোথাও নতুন করে পাইপ বসানো হবে। আর কোথাও ফুটো হয়ে যাওয়া পাইপ মেরামতি করা হবে। পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কালিঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাশপাড়া, বাঁশদ্রোনী, গান্ধী ময়দান, সেনাপল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী এলাকার বুস্টার পাম্পি স্টেশন বন্ধ থাকবে। ফলে দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ এবং বরো নং ৮(আংশিক), ৯ (আংশিক), ১০, ১১, ১২(আংশিক), ১৪,১৫,১৬-তে বন্ধ থাকবে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা।

বেশ কিছুদিন ধরে গার্ডেনরিচ পাম্পিং স্টেশন এলাকায় এ ধরনের সমস্যায় জেরবার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে ওই এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা মেটাতে দ্রুত মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজে তৎপর হল কলকাতা পুরসভা।

আরও পড়ুন:কাঁথিতে শুভেন্দুর সহায়তা কেন্দ্র পুনর্দখল তৃণমূলের, ছেঁড়া হল ছবি​

আরও পড়ুন: তাঁর জনশক্তি আছে, সেটাই আসল শক্তি, বিধায়ক পদ ছেড়ে বলে দিলেন শুভেন্দু​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Kolkata Water Service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE