Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শপিং মল বন্ধ করতে নোটিস

নিউ মার্কেটের পাশে সিমপার্ক মলের অবস্থা জতুগৃহের মতোই। সম্প্রতি রাজ্য দমকল দফতরের এমন রিপোর্ট পেয়ে চোখ কপালে উঠেছে পুর প্রশাসনের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০১:৩১
Share: Save:

নিউ মার্কেটের পাশে সিমপার্ক মলের অবস্থা জতুগৃহের মতোই। সম্প্রতি রাজ্য দমকল দফতরের এমন রিপোর্ট পেয়ে চোখ কপালে উঠেছে পুর প্রশাসনের। মঙ্গলবার তা জেনেই আপাতত ওই মল বন্ধের নোটিস দিতে বলেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের পাশে মাটির নীচে গড়ে উঠেছে এসি মার্কেট, যা সিমপার্ক মল হিসেবে পরিচিত। পাশেই ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা। মেয়র এ দিন জানান, মাটির নীচে ওই মার্কেট ও গাড়ি পার্কিংয়ের জায়গা পরিদর্শন করে দমকল দফতর এতটাই অসন্তুষ্ট যে পুরসভাকে পাঠানো রিপোর্টে জতুগৃহের মতো অবস্থা বলা হয়েছে। শোভনবাবুর বক্তব্য, ‘‘জায়গাটা পুরসভার। কিছু ঘটলে তার দায় পড়বে পুর প্রশাসনের উপর। তাই নোটিস পাঠিয়ে মল বন্ধ করতে বলা হচ্ছে।’’ এ বিষয়ে ওই সংস্থার তরফে সিনিয়র ম্যানেজার শান্তনু বন্দোপাধ্যায় জানান, দমকল দফতরের এমন কোনও রিপোর্টের খবর তাঁদের জানা নেই। যদিও দমকলের নো-অবজেকশনের সাম্প্রতিকতম নথিও তাঁদের কাছে নেই বলে জানান ওই ম্যানেজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shopping mall notice city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE