Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এইচআইভি পজিটিভ, তাই কি ব্রাত্য

এইচআইভি পজিটিভ হওয়ার জন্য এক রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

এইচআইভি পজিটিভ হওয়ার জন্য এক রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। গত ৫ অক্টোবর বাঁ পা ভাঙায় ওই রোগী হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, দু’সপ্তাহ পেরোলেও অস্ত্রোপচার হয়নি তাঁর। রোগীর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বেলেঘাটার বাসিন্দা, বছর তেষট্টির ওই বৃদ্ধার ছেলের অভিযোগ, ‘‘এইচআইভি পজিটিভ বলেই মায়ের চিকিৎসা করা হচ্ছে না। ভাঙা পা নিয়ে পড়ে থাকায় অসুস্থতা বাড়ছে। পা ফুলে যাচ্ছে। মাকে আলাদা ঘরে ফেলে রাখা হয়েছে।’’ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এইচআইভি পজিটিভ বলে রোগীকে ব্রাত্য করা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শ্বাসকষ্টের পাশাপাশি ওই রোগীর কিছু মানসিক সমস্যা থাকায় অস্ত্রোপচারের আগে অজ্ঞান করতে সমস্যায় পড়ছেন চিকিৎসকেরা। রোগীর যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে তবেই অস্ত্রোপচার হবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRS HIV AIDS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE