Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Murlidhar Sharma

আইপিএস অফিসারের শায়েরি চুরি করে গ্রেফতার আনাজ বিক্রেতা

কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা উর্দুতে শায়েরি লেখেন, তা নিজের ফেসবুক পেজে ‘পোস্ট’ও করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৬:০৭
Share: Save:

কৃষ্ণপ্রেমে বাহ্যজ্ঞান হারাতেন চৈতন্যদেব। কিন্তু মুরলীধরের শায়েরির প্রেমে যে এমন কাণ্ড ঘটানো যায়, ভাবতে পারেননি লালবাজারের দুঁদে গোয়েন্দারাও!

কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা উর্দুতে শায়েরি লেখেন, তা নিজের ফেসবুক পেজে ‘পোস্ট’ও করেন। পুলিশের খবর, নভেম্বরে জানা গিয়েছিল, গোয়েন্দাপ্রধানের ‘পোস্ট’ নিজের নামে প্রচার করছেন বিজয় কুমার নামে আর এক আইপিএস অফিসার। তাঁর ছবিতে অবশ্য কলকাতা পুলিশের লোগো রয়েছে। ঘটনার তদন্তে নামে লালবাজারের সাইবার থানা। আইপি অ্যাড্রেস ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, বিজয় কুমার বলে কেউ নেই। ওই ছবিটি বিনোদ আলি নামে এক যুবকের। গত বৃহস্পতিবার রাজস্থানের জয়পুর থেকে পেশায় আনাজ বিক্রেতা বিনোদকে গ্রেফতারও করে সাইবার থানা। তবে সোমবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, তদন্তকারীরা জানতে পেরেছেন, বিনোদ শায়েরির ভক্ত। ফেসবুকে গোয়েন্দাপ্রধানের শায়েরি পড়ে এমনই ‘প্রেম’ জন্মেছিল যে, আবেগের বশে ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি। সেগুলিকে অপরাধের জন্য ব্যবহারের উদ্দেশ্য ছিল না। সে কথা মাথায় রেখেই আদালত তাঁকে জামিন দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murlidhar Sharma Kolkata Police Urdu Poem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE