Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পরিচালকের বিরুদ্ধে থানায় চিত্রশিল্পী

শশাঙ্ক জানান, তিনি শতরূপার বিরুদ্ধে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে অভিযোগ করতে চাইলেও পুলিশ এফআইআর নিতে চায়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০০:৩৮
Share: Save:

মহিলা চিত্র পরিচালকের বিরুদ্ধে বিনা অনুমতিতে তাঁর আঁকা ছবি সিনেমায় ব্যবহার করার অভিযোগ আনলেন এক শিল্পী। শশাঙ্ক ঘোষ নামে এক চিত্রশিল্পী লেক থানায় এমনই অভিযোগ করেছেন চিত্র পরিচালক শতরূপা সান্যালের বিরুদ্ধে। অভিযোগ প্রসঙ্গে শতরূপার মেয়ে ঋতাভরী চক্রবর্তীর পাল্টা দাবি, অভিযোগকারীকে তাঁরা চেনেন না। তাঁদের ব্ল্যাকমেল করতেই ওই অভিযোগ করা হচ্ছে।

শশাঙ্ক জানান, তিনি শতরূপার বিরুদ্ধে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে অভিযোগ করতে চাইলেও পুলিশ এফআইআর নিতে চায়নি। শুধু একটি সাধারণ ডায়েরি নিয়েছে। তিনি জানান,শতরূপা তাঁর থেকে সাতটি ছবি নিয়েছিলেন। তাঁর অভিযোগ, ‘‘কথা ছিল তার মধ্যে থেকেই শতরূপাদেবী কয়েকটি ছবি কিনবেন। কিন্তু এক সময় ছবি পছন্দ হয়নি বলে উনি সেগুলি ফেরত পাঠিয়ে দেন। কিন্তু পরে দেখি উনি নিজের শর্টফিল্মে আমার আঁকা দু’টি ছবি ব্যবহার করেছেন।’’

অভিযোগ, শশাঙ্কবাবু নভেম্বরে ছবি পাঠানোর পরে শতরূপা আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি। শশাঙ্কবাবু ফেব্রুয়ারিতে শতরূপাকে ফোন করলে তিন ছবি পছন্দ হয়নি বলে জানিয়ে দেন। এবং ছবিগুলি ফেরত পাঠিয়ে দেন। এর কয়েক দিন পরেই ওই চিত্রশিল্পী দেখেন শতরূপাদেবীর শর্টফিল্মে তাঁর ছবি ব্যবহার হয়েছে।

এ নিয়ে কথা বলতে মঙ্গলবার শতরূপাদেবীকে একাধিক বার ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ির ল্যান্ডলাইন ফোনও বেজে গিয়েছে। তবে ওই শর্ট ফিল্মের আর্ট ডিরেক্টর শতরূপাদেবীর মেয়ে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘‘গুদাম থেকে সেটের জন্য একাধিক ছবি এবং জিনিসপত্র আসে। ফলে কার কী ছবি আমরা জানি না। ওঁকে আমি বা মা কেউ-ই চিনি না। উনি ব্ল্যাকমেল করছেন টাকার জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Painter Film Director
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE