Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দত্তাবাদে বাড়িতে আগুন, আতঙ্ক

স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকাল ছ’টার কিছু আগে ক্লাবের কাছে একটি বাড়িতে প্রথমে আগুন লাগে।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০১:২৬
Share: Save:

আগুন লেগে আতঙ্ক ছড়াল দত্তাবাদে। সোমবার সকালে ঘটনাটি ঘটে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের কাছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও তিনটি ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। তবে দমকল পৌঁছনোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকাল ছ’টার কিছু আগে ক্লাবের কাছে একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। ওই বাড়িতে পাশাপাশি তিনটি ঘরে ভাড়ায় তিনটি পরিবারের বসবাস। তার মধ্যে একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দ্রুত সেই ঘরের বাসিন্দাদের বার করে আনা হয়। কিছু ক্ষণের মধ্যেই আগুন বাকি দু’টি ঘরেও ছড়িয়ে পড়ে। ঘর থেকে লোকজনেদের বার করে আনা গেলেও জিনিসপত্র বার করা যায়নি।

দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগে স্থানীয় বাসিন্দারা কাছাকাছি একটি পুকুর থেকে জল এনে আগুন নিভিয়ে ফেলেন। সুশান্ত গায়েন, লক্ষণ দাস এবং উমেশ দাস সপরিবার ওই তিনটি ঘরে থাকেন। তাঁরা জানান, রান্না করতে গিয়ে সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই বিপত্তি। তাঁরা জানান, সব কিছু পুড়ে শেষ হয়ে গিয়েছে। নগদ টাকাপয়সা থেকে শুরু ঘরের বিভিন্ন সামগ্রীও পুড়ে গিয়েছে।

এলাকার কাউন্সিলর নির্মল দত্ত জানান, স্থানীয়েরাই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। আপাতত এ দিন ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে। ঘরগুলির মেরামতিও শুরু করে দিয়েছেন বাড়িওয়ালা। আপাতত তিনটি পরিবার স্থানীয় একটি ক্লাবেই থাকবে। সেখানেই তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা হয়েছে। তিনি বলেন, ‘‘এর আগেও দু’বার দত্তাবাদে আগুন লেগেছিল। পুরসভার ত্রাণ তহবিল থেকে কিছু অনুদানের জন্য আবেদন করেছি।’’

অন্য দিকে, সোমবার দুপুরে এসি থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল রবীন্দ্র সরোবর থানার তিলক রোডের একটি ফ্ল্যাটে। এ দিন একটি পাঁচতলা বাড়ির উপরের তলায় ফ্ল্যাটে এসি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলে খবর দেওয়া হলে দেশপ্রিয় পার্কের পুজোমণ্ডপে থাকা কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল অগ্নি-নির্বাপণ যন্ত্র নিয়ে গিয়ে আগুন আয়ত্তে আনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Panic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE