Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Calcutta Medical College

কাটা পা ঘিরে আতঙ্ক মেডিক্যালে

চিকিৎসকদের বক্তব্য, অস্ত্রোপচারের পরে অনেক সময়েই কাটা অঙ্গ পড়াশোনার কাজে নমুনা হিসেবে রেখে দেওয়া হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০২:০৩
Share: Save:

কাটা পা ঘিরে রহস্য তৈরি হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। যার জেরে আতঙ্কিত পূর্ত দফতরের কর্মীরা দৌড় লাগালেন অস্থি বিভাগে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। গ্রিন বিল্ডিংয়ে অবস্থিত অস্থি বিভাগের শিক্ষক-চিকিৎসকদের ঘরে কাজ করছিলেন পূর্ত দফতরের কর্মীরা। আলমারি সরানোর সময়ে আচমকা পুরুষের কাটা পা দেখে বাকরুদ্ধ হয়ে যান পূর্ত দফতরের উপস্থিত কর্মীরা। ফর্মালিনে ডোবানো অবস্থায় ছিল কাটা অঙ্গটি। ওই দৃশ্য দেখে আতঙ্কে তাঁরা ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়ে হাসপাতালের প্রশাসনিক কর্তারা সেখানে যান। কাটা পা কী ভাবে ওই ঘরে এল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

চিকিৎসকদের বক্তব্য, অস্ত্রোপচারের পরে অনেক সময়েই কাটা অঙ্গ পড়াশোনার কাজে নমুনা হিসেবে রেখে দেওয়া হয়। প্লাস্টিক সার্জারি বিভাগেও এক সময়ে এ ধরনের কাটা পা ছিল। যদিও চিকিৎসকদের এই বক্তব্যে সন্তুষ্ট নন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার তথা উপাধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘অস্ত্রোপচারের পরে কাটা পা সংরক্ষণ করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বিভাগীয় ঘরে কাটা পা রাখতে কর্তৃপক্ষের লিখিত অনুমোদন প্রয়োজন। কাটা অঙ্গ যে রাখা

রয়েছে, তা তো জানানোই হয়নি। কাটা পা-টি কী ভাবে ওখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।’’ বিভাগীয় শিক্ষকদের ঘরের সামনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta Medical College Orthopedic Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE