Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Panihati

পানিহাটিতে দোকান ও বাজারের সময় ভাগ

পানিহাটি পুরসভা সূত্রের খবর, আগামী ২৩-৩০ অগস্ট এই নির্দেশিকা বহাল থাকবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০২:৫৯
Share: Save:

করোনা সংক্রমণ রুখতে এ বার এলাকার বাজার, মুদিখানা ও অন্য দোকান এবং শপিং মলের জন্য পৃথক সময় বেঁধে দিল পানিহাটি পুরসভা। শুক্রবার ব্যবসায়ী সমিতিগুলির সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসকমণ্ডলী।

পানিহাটি পুরসভা সূত্রের খবর, আগামী ২৩-৩০ অগস্ট এই নির্দেশিকা বহাল থাকবে। সিদ্ধান্ত হয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মাছ এবং আনাজ বাজার, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত মুদিখানা এবং বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিং মল-সহ অন্য দোকান খোলা থাকবে।

এ দিন ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ ১৫ অগস্ট ছাড়াও আগামী ২২ অগস্টের মধ্যে কয়েকটি পুজো এবং পার্বণ রয়েছে। আবার ২০ এবং ২১ অগস্ট রয়েছে সরকারি লকডাউন। তাই তাঁরা ২৩ অগস্ট থেকে নির্দেশিকা কার্যকর করতে পুর প্রশাসকমণ্ডলীর কাছে অনুরোধ জানান।

পুর প্রশাসকমণ্ডলীর সদস্য সোমনাথ দে বলেন, ‘‘বাজার-দোকানে ভিড় কমাতেই সময় ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের দিকটি যেমন দেখা হল, তেমনই সংক্রমণ রুখতে ভিড়ও এড়ানো যাবে।’’ পুরসভা সূত্রের খবর, সেপ্টেম্বরের গোড়ায় আবার করোনা পরিস্থিতি বিচার করে লকডাউন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panihati Coronavirus Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE