Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Kolkata

রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর করলেন আত্মীয়েরা

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা রাধারানি মাইতি (৮৩) বুকে ব্যথা নিয়ে রবিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ দিন সকালে তিনি মারা যান। তার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর আত্মীয়েরা।

হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয়রা।নিজস্ব চিত্র।

হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয়রা।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৬:২৬
Share: Save:

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পিয়ারলেস হাসপাতালে। সোমবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ওই রোগীর পরিবারের লোকজনহাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভাঙচুর চালান বলে অভিযোগ। পাশাপাশি, চিকিৎসকদেরওহেনস্থা করা হয়।

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা রাধারানি মাইতি (৮৩) বুকে ব্যথা নিয়ে রবিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ দিন সকালে তিনি মারা যান। তার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর আত্মীয়েরা। এর পর চিকিৎসকদের হুমকি দিতে শুরু করেন তাঁরা।

গাফিলতির অভিযোগে ভাঙচুর করা হয় হাসাপাতালের একাংশে।এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছয় পঞ্চসায়র থানার পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে। হাসপাতালের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

চেয়ার-টেবিল, কম্পিউটার সব ভেঙে তছনছ করে দেওয়া হয়।

কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। হামলার সময় এমার্জেন্সি বিভাগে প্রায় ২০ জন রোগী ছিলেন। এই ঘটনায় তাঁরা এবং তাঁদের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: তাড়া করেছে বাঘ, জঙ্গলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে হুডখোলা গাড়ি, তার পর...

আরও পড়ুন: রানাঘাট গেলেই মিলবে সস্তায় ভাল চাকরি!

(দিনের বাছাই খবর থেকে ব্রেকিং নিউজ -কলকাতার সব খবরপড়ুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Peerless Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE