Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সল্টলেকে কেব্‌ল বিভ্রাট, ভোগান্তি

ইই এবং এফই ব্লকের দু’টি জায়গায় ‘কেব‌্ল ফল্ট’ হয়। গ্রাহকদের দাবি, অভিযোগ জানানোর পরেও সুরাহা হয়নি। এর মধ্যে এফই ব্লকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, সেখানকার একটি ‘জয়েন্ট বক্স’ ভাঙা এবং কেব‌্ল কাটা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

 নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০২:৪৯
Share: Save:

কেব‌্ল বিভ্রাটের জেরে সল্টলেকের দু’টি ব্লকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিপর্যস্ত বিএসএনএলের পরিষেবা। প্রায় সাতশো গ্রাহকের ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড সংযোগ বিকল। বিএসএনএলের দাবি, মেরামতির কাজ চলছে। দু’-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সংস্থা সূত্রের খবর, ইই এবং এফই ব্লকের দু’টি জায়গায় ‘কেব‌্ল ফল্ট’ হয়। গ্রাহকদের দাবি, অভিযোগ জানানোর পরেও সুরাহা হয়নি। এর মধ্যে এফই ব্লকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, সেখানকার একটি ‘জয়েন্ট বক্স’ ভাঙা এবং কেব‌্ল কাটা। এফই-র পাশাপাশি ইই ব্লকের একাংশেও তার প্রভাব পড়ে। এ রাজ্যে বিএসএনএলের শীর্ষকর্তা এস পি ত্রিপাঠির আশঙ্কা, এটি অন্তর্ঘাত। তাই পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁরা।

অন্য দিকে, ইই ব্লকেও সমস্যা ধরা পড়লে গোড়ায় তার উৎস জানা যায়নি। বিভিন্ন জায়গা খোঁড়াখুঁড়ির পরে জানা যায়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিকাশ ভবন স্টেশনের কাছে কে‌ব‌্ল বিভ্রাট হয়েছে। গ্রাহকদের প্রশ্ন, মেরামতি করতে এত দেরি কেন? ত্রিপাঠির দাবি, কেএমআরসি-র ছাড়পত্র পাওয়া ও পুলিশের তদন্তের আগে কাজ শুরু করা যায় না। তার পরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তবে সংস্থা সূত্রের খবর, সল্টলেকের কিছু অংশে পুরনো কেব‌্ল থাকায় বর্ষার সময়ে জল ঢুকে প্রায়ই অকেজো হয়ে পড়ে। তাই সেগুলি বদলে প্রায় ১২ কিলোমিটার এলাকায় উন্নত কেব‌্ল পাতার জন্য অনুমোদন চেয়ে মাস তিনেক আগে বিধাননগর পুরসভার কাছে আবেদন করেছে বিএসএনএল। ছাড়পত্র পাওয়ার চার মাসের মধ্যে সেই কাজ করা হবে বলে জানান এক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE