Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশি হেফাজতের নির্দেশ

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত নির্মাণ সংস্থা আইভিআরসিএল-এর ছয় কর্তার পুলিশি হেফাজত হল। পুলিশ জানায়, ওই ঘটনায় ধৃত দশ জনকে শুক্রবার নগর দায়রা আদালতে তোলা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ০২:৩৫
Share: Save:

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত নির্মাণ সংস্থা আইভিআরসিএল-এর ছয় কর্তার পুলিশি হেফাজত হল। পুলিশ জানায়, ওই ঘটনায় ধৃত দশ জনকে শুক্রবার নগর দায়রা আদালতে তোলা হয়। এদের মধ্যে মল্লিকার্জুন, প্রদীপকুমার সাহা, দিব্যজ্যোতি মজুমদার ও তন্ময় শীলের বিচার বিভাগীয় হেফাজত এবং এ গোপাল কৃষ্ণমূর্তি, এস কে রত্নম, শ্যামল মান্না, বিদ্যুৎ মান্না, রঞ্জিত ভট্টাচার্য ও নিলয় রায়ের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। এঁদের মধ্যে শুধু প্রদীপকুমার সাহার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। অন্য কারওর আইনজীবী জামিনের আবেদন করেননি। এ ছাড়াও পুলিশের তরফে সংস্থাটির অন্যতম কর্ণধার অশোক রেড্ডির বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। অশোকবাবুর খোঁজে কলকাতা পুলিশের একটি দল হায়দরাবাদে গিয়েছিল। তাঁকে না পেয়ে নোটিস পাঠানো হয়। সেই নোটিসেও সাড়া না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flyover Collapse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE