Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দমদমে দোকান ‘সিল’-কাণ্ডে মিলল প্রমাণ

বসায়ীদের অভিযোগ ছিল, স্থানীয় কালীপুজো কমিটির দাবি মতো চাঁদা না দেওয়াতেই ওই ঘটনা ঘটে।

দমদমে দোকান ‘সিল’।—ফাইল চিত্র

দমদমে দোকান ‘সিল’।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০১:৫০
Share: Save:

দমদমের চাঁদা-কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার দমদম থানার অন্তর্গত নতুনবাজারে ১০ জন ব্যবসায়ীর দোকান সিমেন্ট, গালা দিয়ে ‘সিল’ করে দেওয়ার ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, স্থানীয় কালীপুজো কমিটির দাবি মতো চাঁদা না দেওয়াতেই ওই ঘটনা ঘটে। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। দমদম থানায় পুজো কমিটির সম্পাদক বিবেকানন্দ দে (বীর), তাঁর ভাইপো রামচন্দ্র দে এবং কমিটির আর এক সদস্য তপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর পরে তোলাবাজির ধারায় ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রের খবর, শ্রীমা রোডে বাণী মন্দিরের স্কুলের সিসি ক্যামেরার ফুটেজে বিবেকানন্দকে একটি কেব্‌ল সংস্থার দোকান সিল করতে দেখা গিয়েছে। এ ছাড়া, বাজারের কাছে চালের দোকানে তিন অভিযুক্তের উপস্থিতিই সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে খবর। এই ঘটনায় অভিযোগকারী মুদিখানার ব্যবসায়ী সুশীল সাহা বলেন, ‘‘অভিযুক্তেরা যে জড়িত, সিসি ক্যামেরার ফুটেজে সেই প্রমাণ মিলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shop Seal Dumdum Cantonment Evidence police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE