Advertisement
২০ এপ্রিল ২০২৪

দলছুট বাংলাদেশি প্রৌঢ়, পুলিশের সাহায্যে উদ্ধার

পুলিশ জানায়, ওই প্রৌঢ়ের নাম আউংকিয়াথের। তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারে। বুধবার দুপুরে তিনি হারিয়ে গিয়েছিলেন। রাতে তাঁকে বন্ধুদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০১:৪৮
Share: Save:

ভরদুপুরে হন্তদন্ত হয়ে বড়বাজার থানায় ঢুকেছিলেন এক প্রৌঢ়। এক অফিসারকে হাতের সামনে পেয়েই জানান, তিনি হারিয়ে গিয়েছেন। তার পরেই ভেঙে পড়েন তিনি। কারণ, তিনি বিদেশি নাগরিক এবং তাঁর পাসপোর্ট, ভিসা সবই বন্ধুদের কাছে রয়ে গিয়েছে।

পুলিশ জানায়, ওই প্রৌঢ়ের নাম আউংকিয়াথের। তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারে। বুধবার দুপুরে তিনি হারিয়ে গিয়েছিলেন। রাতে তাঁকে বন্ধুদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বাংলাদেশ থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন ওই প্রৌঢ় এবং তাঁর বন্ধুরা। কলকাতা থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বুদ্ধগয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। বুধবার দুপুরে বড়বাজারে কেনাকাটা করতে যান তাঁরা। সে সময়ে দলছুট হয়ে যান ওই প্রৌঢ়। শেষে কোনও উপায় না-দেখে বড়বাজার থানায় যান তিনি। পুলিশের খবর, দলছুট হয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন ওই প্রৌঢ়। থানায় বসিয়ে তাঁকে জল, চা, খাবার দেওয়া হয়।

পরে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন অফিসারেরা। ওই প্রৌঢ় পুলিশকে জানান, তিনি কলকাতায় বৌদ্ধদের একটি আশ্রমে উঠেছেন। আশ্রমের বিবরণও দেন তিনি।

লালবাজার সূত্রের খবর, ওই তথ্য জানা মাত্রই কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের তরফে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে একটি থানা থেকে বৌদ্ধদের একটি সংগঠনের ফোন নম্বর মেলে। সেই সংগঠনের সদস্যদের মারফত শেষমেশ রাজারহাটের চিনার পার্কের একটি আশ্রমের সন্ধান পায় বড়বাজার থানা। চিনার পার্কের আশ্রমেই কক্সবাজারের প্রৌঢ় ও তাঁর বন্ধুরা উঠেছেন তা নিশ্চিত করার পরেই রাত ১০টা নাগাদ প্রৌঢ়কে সেখানে পৌঁছে দেয় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE