Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Police

আত্মহত্যা ঠেকাল পুলিশ

পোস্টটি দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়েই ওই আধিকারিক কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানাকে বিষয়টি দেখতে বলেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০১:৩২
Share: Save:

ফের ফেসবুকের থেকে খবর পেয়ে আত্মঘাতী হতে চাওয়া এক ব্যক্তিকে বাঁচাল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত সওয়া ১২টা নাগাদ কলকাতা পুলিশের এসি (সেন্ট্রাল) শান্তনু চট্টোপাধ্যায়ের কাছে ফেসবুকের তরফ থেকে ফোন আসে। তাঁকে জানানো হয়, কলকাতার বাসিন্দা এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়েই ওই আধিকারিক কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানাকে বিষয়টি দেখতে বলেন।

ফেসবুকের তথ্যের ভিত্তিতে সাইবার থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ির ঠিকানা খুঁজে জোড়াবাগান থানায় জানায়। সঙ্গে সঙ্গে সাব-ইনস্পেক্টর উৎপল মাঝি ওই ঠিকানায় পৌঁছে বাড়ির লোকজনকে ডেকে ওই ব্যক্তির ঘরে ঢোকেন এবং দেখেন তিনি বেশ কিছু ঘুমের ওষুধ খেয়েছেন। উৎপলবাবুই ওই ব্যক্তিকে উদ্ধার করে আর জি করে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন। পরে পুলিশ জানতে পারে, জোড়াবাগানের ওই বাড়িটি ওই ব্যক্তির শ্বশুরবাড়ি। সেখানেই তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি মানসিক অবসাদের আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। তবে সময় মতো পৌঁছে তাঁকে বাঁচাতে সফল হয় জোড়াবাগান থানার পুলিশ। এর আগেও একাধিক বার এ ভাবেই ফেসবুকের ফোন পেয়ে কয়েক জনকে আত্মঘাতী হওয়া থেকে বাঁচায় কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Social Media Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE