Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভর্তির সময়ে রাজনীতি ব্রাত্য

হাসপাতালের এক কর্তা জানান, যে কোনও রাজনৈতিক দল কোনও কাজ করলেই গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল চত্বরে রাজনৈতিক দলের কর্মসূচি করতে দেওয়া হবে না। করা যাবে না কোনও দলের রক্তদান শিবিরও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০১:১৮
Share: Save:

এমবিবিএসে ভর্তি প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার সমস্যা হয়েছিল কলকাতার নানা মেডিক্যাল কলেজে। বাদ যায়নি এসএসকেএমও। অভিযোগ উঠেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ভর্তি বানচাল করার চেষ্টা করছে। তার পরেই শুক্রবার এসএসকেএম কর্তৃপক্ষ কড়া ভাবে জানিয়ে দিলেন, ভর্তি প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সহযোগিতা-কেন্দ্র তৈরি করতে পারবে না। পাশাপাশি গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার জন্য বাড়ানো হয়েছে পুলিশ প্রহরা।

হাসপাতালের এক কর্তা জানান, যে কোনও রাজনৈতিক দল কোনও কাজ করলেই গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল চত্বরে রাজনৈতিক দলের কর্মসূচি করতে দেওয়া হবে না। করা যাবে না কোনও দলের রক্তদান শিবিরও। হাসপাতালের কর্মী, চিকিৎসকেরা যে কোনও কাজে সহযোগিতা করতেই পারেন। কিন্তু সেই সাহায্যে কোনও দলের সংযোগ থাকবে না। এসএসকেএমের ডিরেক্টর অজয়কুমার রায় বলেন, ‘‘হাসপাতাল রোগী পরিষেবার জায়গা। কোনও রকম রাজনীতি না দেখে সেই পরিষেবাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’

শুক্রবার দেখা যায় এসএসকেএমে ভর্তির প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। কোনও ছাত্র সংগঠনকেই হাসপাতালের মধ্যে টেবিল পেতে বসতে দেওয়া হয়নি। সংগঠনগুলিও সহযোগিতা করেছে।

স্বাস্থ্য ভবনের এক কর্তা জানান, অন্য হাসপাতালগুলিতেও এসএসকেএম-এর মতো কড়া হাতে মোকাবিলা করলে ভর্তির সময়ে ছাত্র সংগঠনগুলির দাদাগিরি বন্ধ করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE