Advertisement
২০ এপ্রিল ২০২৪

সম্পত্তিকর শুনানির তথ্য মোবাইলে

সম্পত্তিকর সংক্রান্ত কোনও জটিলতা বা সমস্যা থাকলে তার শুনানির তারিখ-সহ বিভিন্ন পরিষেবার খবর যাতে নাগরিকেরা নিজেদের মোবাইলেই পেয়ে যান, সে জন্য কলকাতা পুরসভা একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। পুরসভা সূত্রের খবর, এ বার করদাতাদের মোবাইল নম্বর সংগ্রহের কাজ শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:২০
Share: Save:

সম্পত্তিকর সংক্রান্ত কোনও জটিলতা বা সমস্যা থাকলে তার শুনানির তারিখ-সহ বিভিন্ন পরিষেবার খবর যাতে নাগরিকেরা নিজেদের মোবাইলেই পেয়ে যান, সে জন্য কলকাতা পুরসভা একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। পুরসভা সূত্রের খবর, এ বার করদাতাদের মোবাইল নম্বর সংগ্রহের কাজ শুরু হয়েছে।

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এত দিন বিল্ডিংয়ের নকশা অনলাইনে দেওয়া থেকে তার অনুমোদন পাওয়া— এই পুরো প্রক্রিয়া কত দূর এগোল তা ধাপে ধাপে নাগরিকদের মোবাইলে এসএমএস বা ই-মেলের মাধ্যমে জানিয়ে দিত পুরসভা। যে সব করদাতার মোবাইল নম্বর ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছে, তাঁরাও পুর পরিষেবার নানা খবর পান। পুরসভা সূত্রের খবর, এ বার আরও এক ধাপ এগিয়ে সম্পত্তিকরের শুনানি, ট্রেড লাইসেন্স দেওয়ার আগে প্রয়োজনীয় পরিদর্শনের তারিখ-সহ নানা তথ্য সমস্ত নাগরিকদের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। সে কারণে লাইসেন্স, অ্যাসেসমেন্ট, বিল্ডিং-সহ একাধিক দফতরের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুর আইটি দফতর। পুরসভার এক পদস্থ কর্তার কথায়, ‘‘নাগরিকেরা মোবাইল বা ই-মেলে যাতে সমস্ত তথ্য পেয়ে যান, সে পরিকল্পনাই করা হয়েছে।’’

যদিও পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এর আগেও এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সে কাজ এগিয়েও শেষ করা যায়নি। ফলে এ বারও কতটা কাজ শেষ করা যাবে সে প্রশ্ন থাকছেই। পুরো বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন স্পেশাল মিউনিসিপ্যাল কমিশনার (রাজস্ব) শাহজাদ সিবলি। তিনি এ বিষয়ে বলেন, ‘‘নাগরিকদের নিজেদের মোবাইলের নম্বর ও ইমেল জানাতে বলছি আমরা। যাতে সমস্ত তথ্য তাঁদের মোবাইল বা ই-মেলে পাঠিয়ে দেওয়া যায়। নাগরিকদের সুবিধার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত ওই কাজ শেষ করার চেষ্টা

করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Tax Digital India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE