Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জোর করে নয় নতুন কর কাঠামো

মেয়রের মত, মানুষের উপরে করের বোঝা বাড়িয়ে আয় বাড়ানো কোনও জনমুখী সরকারের লক্ষ্য হতে পারে না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯
Share: Save:

বছর দুই হল এলাকা ভিত্তিক সম্পত্তিকর কাঠামো চালু হয়েছে কলকাতা পুর এলাকায়। কিন্তু প্রায় ৮ লক্ষ করদাতার শতকরা দশ ভাগও এতে যোগ দেননি। মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট নিয়ে জবাবি ভাষণে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, নতুন এই কর কাঠামো যতক্ষণ না মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, ততক্ষণ তা জোর করে চাপাতে তিনি রাজি নন। মেয়রের মত, মানুষের উপরে করের বোঝা বাড়িয়ে আয় বাড়ানো কোনও জনমুখী সরকারের লক্ষ্য হতে পারে না।

মঙ্গলবার বাজেট-বিতর্কের শেষ দিনে শাসক দলের পক্ষে ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদারেরা স্বাস্থ্য, কর কাঠামো, পার্কিং ও জঞ্জাল অপসারণে পুরসভার কাজের খতিয়ান তুলে ধরেন। পাল্টা বক্তব্যে বিজেপির মীনাদেবী পুরোহিত, বামফ্রন্টের রত্না রায়মজুমদার এলাকা ভিত্তিক কর, বেআইনি নির্মাণ এবং জলাশয় বুজিয়ে নির্মাণে পুরবোর্ডের ভূমিকার কড়া সমালোচনা করেন।

অধিবেশনে ফিরহাদ বলেন, ‘‘বেআইনি নির্মাণ টাকা দিয়ে আইনি করা যাবে না। এক জন গরিব মানুষ প্রয়োজনে ঘর তৈরি করলেন, তাতে ক্ষতি নেই। কিন্তু তেতলা বাড়ির উপরে আরও একটি তল নির্মাণ বরদাস্ত করা হবে না।’’ শহরের পরিবেশ সুস্থ রাখতে মেয়রের নিদান, ‘‘একটাও জলাশয় ভরাট করা চলবে না।’’

কলকাতার উন্নয়নে ‘মাস্টার প্ল্যান’ তৈরি হচ্ছে বলেও এ দিন জানান ফিরহাদ। বলেন, ‘‘কোথায় রাস্তা হবে, কোথায় সেতু বা পার্ক হবে— সবই ঠিক করা হবে ওই পরিকল্পনায়। মাস্টার প্ল্যান ফলপ্রসূ করার জন্য একটি কমিটি তৈরি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Firhad Hakim Kolkata Municipal Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE