Advertisement
১৮ এপ্রিল ২০২৪
SFI

কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভে এসএফআই

দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের এসএফআই নেতৃত্বাধীন ছাত্র সংসদ  কর্তৃপক্ষের কাছে একই দাবি জানিয়েছে।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৩:১০
Share: Save:

স্বাস্থ্য-বিধি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি খোলার দাবি জানাচ্ছে এসএফআই। এই দাবিতে শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে অফলাইন ক্লাস করানোর প্রস্তুতি শুরু করতে হবে। পড়ুয়াদের সুবিধার জন্য ল্যাবরেটরি, লাইব্রেরি ও অফিস খুলতে হবে। প্রাথমিক ভাবে গবেষক-সহ চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। মেধাবৃত্তি সংক্রান্ত কাজ এবং পাশ করা পড়ুয়াদের ডিগ্রির হার্ড কপি, মাইগ্রেশন-সহ অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র ও তথ্য দেওয়ার জন্য ক্যাম্পাস চালু করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে ছাত্রছাত্রীরা ঢুকেছেন বলে রক্ষীদের উপরে চাপ সৃষ্টি করছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারকে ফোন এবং মেসেজ করেও কথা বলা যায়নি।

দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের এসএফআই নেতৃত্বাধীন ছাত্র সংসদ কর্তৃপক্ষের কাছে একই দাবি জানিয়েছে। আগামী সপ্তাহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও একই দাবিতে এসএফআই-এর তরফে বিক্ষোভসভা করার কর্মসূচি নেওয়া হয়েছে। শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদও (টিএমসিপি) চাইছে কলেজ-বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে স্বাস্থ্য-বিধি মেনে খুলুক। সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এ দিন জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তাঁরা আশাবাদী, ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাস্থ্যবিধি মেনে খুলে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI College University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE