Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আরাবুল গ্রেফতার না হলে অনশন

জেলা পুলিশের একাংশের কথায়, ওই দিনের সভায় মুখ্যমন্ত্রী পরোক্ষে বহিরাগত নকশাল নেতা-সহ রাজনেতিক দলগুলির সঙ্গে কোনও আলোচনা করবেন না বলেই বার্তা দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ০২:০১
Share: Save:

আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে ভাঙড়ে পাওয়ার গ্রিড-বিরোধী আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টা অনশন করবেন বলে ঘোষণা করলেন। সোমবার ১৭টি বামপন্থী দল-সহ আরও কয়েকটি সংগঠন পাওয়ার গ্রিড-বিরোধী নকশাল নেতাদের সঙ্গে বৈঠক করেন। এক সাংবাদিক সম্মেলনে জমি রক্ষা কমিটির তরফে নকশাল নেতা অলীক চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য সরকার আমাদের আলোচনার প্রস্তাব দিয়েছে। আন্দোলনকারীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চিঠি দেওয়া হবে। যে সব আন্দোলনকারী পুলিশ সুপারের কাছে দেখা করতে যাবেন, তাঁদের যাতে গ্রেফতার করা না হয়, সে বিষয়ে রাজ্য সরকারকে আশ্বাস দিতে হবে।’’

১২ জুন ভাঙড়ের ভোজেরহাটে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘পাওয়ার গ্রিড-বিরোধী আন্দোলনকারীরা বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে গিয়ে আলোচনা করুন। তার পরে আমি বিষয়টি দেখব। আরাবুল ও কাইজার সম্বন্ধে যদি অভিযোগ থাকে, তা-ও আমি দেখব। কিন্তু বহিরাগতদের সঙ্গে আলোচনা করব না। আমি গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় আগ্রহী।’’ জেলা পুলিশের একাংশের কথায়, ওই দিনের সভায় মুখ্যমন্ত্রী পরোক্ষে বহিরাগত নকশাল নেতা-সহ রাজনেতিক দলগুলির সঙ্গে কোনও আলোচনা করবেন না বলেই বার্তা দেন। আন্দোলনকারীদের তরফে পুলিশ সুপারের কাছে আলোচনায় বাধা নেই। সাধারণ গ্রামবাসীদের গ্রেফতারেরও কোনও প্রশ্ন নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE