Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রেসিডেন্সি সংস্কার নিয়ে আরটিআই

কথাকলি জানা, অজন্তা দে, মালিনী বি গুহ— তিন জনেই আশির দশকে পড়েছেন পূর্বতন প্রেসিডেন্সি কলেজে। সম্প্রতি প্রেসিডেন্সির দুশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংস্কার কাজ শুরু হয়েছে। মূল গেট খুলে নেওয়া থেকে শুরু করে পোর্টিকোকে উঁচু করে দেওয়া, ক্যাম্পাসের বেশ কিছু গাছ কেটে ফেলা, প্রমোদদার ক্যান্টিন সরিয়ে কর্তৃপক্ষের নতুন ফুড কোর্ট তৈরির পরিকল্পনা— সব কিছু নিয়েই জানতে চেয়েছেন এই তিন প্রাক্তনী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৩:৪৬
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাম্প্রতিক সংস্কার সম্পর্কে তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন তুললেন তিন প্রাক্তনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা দফতরের কাছে তাঁরা জানতে চেয়েছেন, সংস্কারের কাজ নিয়ম মেনে, প্রয়োজনীয় অনুমতি নিয়ে করা হয়েছে কিনা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকেও অবহিত করা হয়েছে।

কথাকলি জানা, অজন্তা দে, মালিনী বি গুহ— তিন জনেই আশির দশকে পড়েছেন পূর্বতন প্রেসিডেন্সি কলেজে। সম্প্রতি প্রেসিডেন্সির দুশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংস্কার কাজ শুরু হয়েছে। মূল গেট খুলে নেওয়া থেকে শুরু করে পোর্টিকোকে উঁচু করে দেওয়া, ক্যাম্পাসের বেশ কিছু গাছ কেটে ফেলা, প্রমোদদার ক্যান্টিন সরিয়ে কর্তৃপক্ষের নতুন ফুড কোর্ট তৈরির পরিকল্পনা— সব কিছু নিয়েই জানতে চেয়েছেন এই তিন প্রাক্তনী। সোমবার উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না। যা জানার রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানেন। রেজিস্ট্রারকে ফোনে পাওয়া যায়নি।

তবে কথাকলি দেবী এ দিন বলেন, ‘‘প্রেসিডেন্সির বিভিন্ন ঐতিহ্যকে যে ভাবে সরানো হচ্ছে, তার সব কিছুই কি অনুমোদন নিয়ে হয়েছে? সংস্কারের নামে বদল হচ্ছে, অথচ পঠানপাঠনের মান কমে যাচ্ছে। ভাল শিক্ষক, ভাল পড়ুয়া ধরে রাখা যাচ্ছে না। এটা আমাদের কাছে খুবই দুঃখের।’’

প্রসঙ্গত মাস কয়েক আগে দুশো বছর পূর্তির অনুষ্ঠান শুরুর আগে প্রেসিডেন্সির ঐতিহ্যময় পুরনো ফটক সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। সম্প্রতি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ প্রমোদদার ক্যান্টিনের জায়গায় নতুন ক্যান্টিন তৈরির জন্য টেন্ডারের ডাক দিয়েছেন। টেন্ডারে যে সব শর্ত পূরণ করতে বলা হয়েছে, তা প্রমোদদার পক্ষে মেটানো সম্ভব নয় বলে পড়ুয়া এবং প্রাক্তনীদের বক্তব্য। তাঁদের দাবি, প্রেসিডেন্সির ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রমোদদার ক্যান্টিন। সেটা বন্ধ করে দেওয়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE