Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ট্র্যাফিক সচেতনতায় প্রশ্নোত্তর

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথচারী ও গাড়িচালকদের সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচারের পরেও ট্র্যাফিক নিয়ম মানুষ কতটা শিখেছেন সে পরীক্ষা নিতেই শুক্রবার কুইজের আয়োজন করে ডানলপ ট্র্যাফিক গার্ড।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০১:২৯
Share: Save:

মোটরবাইকে দু’জন বসে রয়েছেন। কত জনের মাথায় হেলমেট থাকবে? স্কুলপড়ুয়া সৌম্যজিৎ মহাপাত্রের উত্তর, ‘‘দু’জনের মাথাতেই হেলমেট থাকতে হবে।’’ ঠিক উত্তরের পুরস্কার হিসেবে তার হাতে পেন তুলে দিলেন পুলিশকর্মীরা।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথচারী ও গাড়িচালকদের সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচারের পরেও ট্র্যাফিক নিয়ম মানুষ কতটা শিখেছেন সে পরীক্ষা নিতেই শুক্রবার কুইজের আয়োজন করে ডানলপ ট্র্যাফিক গার্ড।

এ দিন দুপুরে প্রায় ঘণ্টা দেড়েক ধরে বি টি রোডের ডানলপ মোড়ে চলল ওই প্রতিযোগিতা। স্কুলপড়ুয়া, সাধারণ মানুষ থেকে যানবাহনের চালক— সকলকেই দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইলেন ব্যারাকপুর সিটি পুলিশের ট্র্যাফিক উপদেষ্টা অমিতাভ দত্ত। ঠিক উত্তর দিয়ে অনেকে যেমন পুরস্কারও পেলেন, তেমনি ভুল হলে মৃদু বকুনিও খেয়েছেন কয়েক জন। যেমন, ট্র্যাফিক কিয়স্কের সামনে লাগানো ‘নো রাইট টার্ন’-এর বোর্ড দেখিয়ে অটোচালক সরিফুল মোল্লাকে জিজ্ঞাসা করা হয় সেটি কীসের চিহ্ন? উত্তর দিতে না পারায় পুলিশকর্মীরা তাঁর থেকে জানতে চান, দু’বছর অটো চালালেও তিনি ওই চিহ্ন চেনেন না কেন।

মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া শ্রাবণী চন্দকে প্রশ্ন করা হয়, ‘রাস্তা পারাপারের নিয়ম কী?’ ‘‘জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া উচিত’’— ঠিক উত্তর দিয়ে তরুণী স্বীকার করে নেন, তিনি রাস্তা পেরনোর সময়ে মোবাইলে কথা বলে ভুল করেছেন। পুলিশের এই প্রতিযোগিতা দেখে এক ট্যাক্সিযাত্রী প্রণব বারুই বলেন, ‘‘শুধু প্রচারেই হবে না, মানুষ কতটা শিখছেন তারও পরীক্ষা হওয়া দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Safety
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE