Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পঞ্চমীতে রেকর্ড ভিড় মেট্রোয়

শুক্রবার সন্ধ্যায় কিছু সময়ের ব্যবধানে থার্ড রেলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গিরিশ পার্ক ও রবীন্দ্র সদনে পরিষেবা সাময়িক ব্যাহত হয়। যদিও তাতে ভিড়ে ভাটা পড়েনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ০২:৫৯
Share: Save:

পঞ্চমীতে যাত্রী-সংখ্যার নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলল মেট্রো। বৃহস্পতিবার দিনভর ৯ লক্ষ ২৮ হাজার যাত্রী মেট্রো চড়েছেন বলে খবর, যা গত বছরের ষষ্ঠীর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। গত বছর ওই দিন মেট্রোর যাত্রী-সংখ্যা ছিল ৯ লক্ষ ৭ হাজার। শুক্রবার মেট্রোর তরফে ফেসবুকে জানানো হয়েছে, ষষ্ঠীর রাত ৯টা পর্যন্ত মোট যাত্রী হয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার।

শুক্রবার সন্ধ্যায় কিছু সময়ের ব্যবধানে থার্ড রেলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গিরিশ পার্ক ও রবীন্দ্র সদনে পরিষেবা সাময়িক ব্যাহত হয়। যদিও তাতে ভিড়ে ভাটা পড়েনি। মেট্রো সূত্রের খবর, বিভ্রাটের কারণে চারটি ট্রেন কম চলেছে। মোট ২৮৮টি ট্রেন চালানোর কথা থাকলেও চলেছে ২৮৪টি। এ দিন মেট্রোর আয় হয়েছে ৯৫ লক্ষ ৬৬ হাজার টাকা। এই অঙ্কও মেট্রোর এক দিনের আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Metro Railway Durga Puja 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE