Advertisement
১৬ এপ্রিল ২০২৪

শুরু হবে সেতুর সংস্কার

শহরে একের পর এক সেতুতে ফাটল ধরা পড়ার পরে আগাম সচেতনতা হিসেবেই কাজ করছে দফতর। দফতরের এক আধিকারিক জানান, বড় ক্ষতি হয়ে গেলে খরচও বাড়বে অনেকটাই। সেই সব দিক ভেবেই এই তৎপরতা।

উদ্যোগ: অচিরেই হবে সংস্কার। —নিজস্ব চিত্র।

উদ্যোগ: অচিরেই হবে সংস্কার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৫০
Share: Save:

সময় থাকতেই সচেতন হচ্ছে পূর্ত দফতর। আর তাই বড় কোনও ক্ষতি হওয়ার আগেই এ বার দক্ষিণ কলকাতার মাঝেরহাট সেতুটি সংস্কারে হাত দিচ্ছে রাজ্য পূর্ত দফতর। পঞ্চাশের দশকের শেষে তৈরি হয়েছিল এই সেতুটি। তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও বড়সড় সংস্কারের কাজ হয়নি এখানে।

আলিপুর ডিভিশনের অধীন এই সেতুর সংস্কারের জন্য দু’কোটি টাকা খরচ ধার্য হয়েছে। সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে দরপত্রও ডাকা হয়ে গিয়েছে।

৪৫০ মিটার দীর্ঘ সেতু বহুদিন সংস্কারের অভাবে মলিন হয়ে গিয়েছিল সেতুর উপরের গাড়ি চলাচলের রাস্তা। ভেঙে গিয়েছে রেলিং-এর কোনও কোনও অংশ। সেতুর উপর দিয়ে চলে গিয়েছে ট্রামলাইনও।

শহরে একের পর এক সেতুতে ফাটল ধরা পড়ার পরে আগাম সচেতনতা হিসেবেই কাজ করছে দফতর। দফতরের এক আধিকারিক জানান, বড় ক্ষতি হয়ে গেলে খরচও বাড়বে অনেকটাই। সেই সব দিক ভেবেই এই তৎপরতা।

পূর্ত দফতরের আলিপুর ডিভিশনের এক ইঞ্জিনিয়ার জানান, কাজের প্রথম পর্বে তুলে ফেলা হবে ট্রামলাইন। সেতুর উপরের আস্তরণ তুলে নতুন করে ম্যাস্টিক করা হবে। রেলিংগুলি ফের ঢালাই করা হবে। দু’ধারের ফুটপাথে বসানো হবে পেভার ব্লক। তিন মাস লাগবে কাজ পুরো শেষ করতে। এক দিক বন্ধ রেখে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাজের বেশিটাই হবে রাতের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Majerhat Bridge মাঝেরহাট সেতু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE