Advertisement
২০ এপ্রিল ২০২৪

সাফাই প্রক্রিয়া দেখে খুশি বারাণসী

সম্প্রতি কলকাতা পুর এলাকায় জঞ্জাল অপসারণের জন্য ব্যাটারিচালিত গাড়ি নামিয়েছেন পুর কর্তৃপক্ষ। ধাপে ধাপে ওই গাড়ি আরও নামানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিজেপি শাসিত বারাণসী পুরসভা থেকে আসা ন’জন কাউন্সিলরের একটি দল জঞ্জাল বহনের সেই কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০১:৫৩
Share: Save:

সম্প্রতি কলকাতা পুর এলাকায় জঞ্জাল অপসারণের জন্য ব্যাটারিচালিত গাড়ি নামিয়েছেন পুর কর্তৃপক্ষ। ধাপে ধাপে ওই গাড়ি আরও নামানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিজেপি শাসিত বারাণসী পুরসভা থেকে আসা ন’জন কাউন্সিলরের একটি দল জঞ্জাল বহনের সেই কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন।

এ দিন ওই দল মেয়রের কক্ষ, পুরসভার মহাফেজখানা, ফোটো গ্যালারি, অধিবেশন কক্ষ ঘুরে দেখেন। মেয়র না থাকায় প্রতিনিধিদলের সদস্যেরা ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপি শাসিত পুরবোর্ডের কাউন্সিলরদের কলকাতায় আসার বিষয়টি গত বাজেট অধিবেশনে প্রকাশ্যে আনেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি ছিল, কলকাতা যে দেশের মধ্যে ভাল কাজ করেছে, বিজেপি শাসিত বারাণসী পুর প্রতিনিধিদের কলকাতা দর্শনের আগ্রহতেই বোঝা যাচ্ছে। ওই কথা শুনে সে দিন হইচই করেছিলেন বিজেপির একাধিক সদস্য। এ দিন প্রতিনিধি দলের এক কাউন্সিলর রাজেশ যাদবের কথায়, ‘‘এখানে জঞ্জাল অপসারণ কী ভাবে হয় তা জানার ইচ্ছা ছিল। দফতরের ডিজি পর্যায়ের এক অফিসারের সঙ্গে কথা হল।’’ ব্যাটারিচালিত গাড়ির সাহায্যে ময়লা তোলার বিষয়টি তাঁদের নজর কেড়েছে বলে জানান তিনি।

পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল জানান, একাধিক মেয়র পারিষদ ওই প্রতিনিধি দলে ছিলেন। তাঁদের হাতে পুরসভার একাধিক পুস্তিকা তুলে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে ঢাকা দক্ষিণ পুরসভার মেয়রও শহরে এসে জঞ্জাল অপসারণের প্রশংসা করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Varanasi Kolkata KMC Waste Management
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE