Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিয়ালদহ সেতু তিন দিন বন্ধ রাখার ভাবনা

কেএমডিএ জানিয়েছে, আগামী ১৫ অগস্ট বিকেল থেকে ১৮ অগস্ট বিকেল পর্যন্ত (টানা ৭২ ঘণ্টা) সেতুটি বন্ধ রাখতে চায় তারা।

ব্যস্ত সময়ে শিয়ালদহ সেতু। বুধবার সন্ধ্যায়। ছবি: বিশ্বনাথ বণিক

ব্যস্ত সময়ে শিয়ালদহ সেতু। বুধবার সন্ধ্যায়। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০১:১২
Share: Save:

স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা তিন দিন বন্ধ রাখা হতে পারে শিয়ালদহের বিদ্যাপতি সেতু। ওই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেএমডিএ জানিয়েছে, আগামী ১৫ অগস্ট বিকেল থেকে ১৮ অগস্ট বিকেল পর্যন্ত (টানা ৭২ ঘণ্টা) সেতুটি বন্ধ রাখতে চায় তারা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে ওই সিদ্ধান্তের কথা পুলিশকে জানিয়েছেন কেএমডিএ কর্তৃপক্ষ।

লালবাজার অবশ্য জানিয়েছে, কেএমডিএ-র তরফে বুধবার রাত পর্যন্ত সরকারি ভাবে এমন কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে ৭২ ঘণ্টা সেতু বন্ধ রাখার বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যেই এ দিন আলোচনা হয়েছে। সেখানেই ওই সেতুতে তিন দিন যান চলাচল বন্ধ রাখার ব্যাপারে প্রাথমিক ভাবে সম্মতি দিয়েছে পুলিশ।

এ দিন ওই সেতু পরিদর্শনে আসেন কলকাতা ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনার সন্তোষ পান্ডে। সঙ্গে ছিলেন শিয়ালদহ এলাকার তিনটি থানা, ট্র্যাফিক পুলিশ এবং কেএমডিএ-র আধিকারিকেরা। পুলিশের একটি অংশ জানিয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি কেএমডিএ-র তরফে আগেই জানানো হয়েছিল। সেই সময়ে তারা আগামী শনিবার থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে বলেছিল। কিন্তু শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ ওই সেতু বন্ধ রাখলে দক্ষিণ এবং উত্তর কলকাতার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই পুলিশ ছুটি দেখে দিন ঠিক করতে বলে কেএমডিএ-কে। সেই মতো কেএমডিএ নতুন দিন ঠিক করেছে।

এ দিন সেতুটি পরিদর্শন করার পরেই কেএমডিএ কর্তৃপক্ষ কলকাতা পুলিশের কাছে স্বাস্থ্য পরীক্ষা ও কয়েকটি ত্রুটি মেরামতির জন্য ১৫ অগস্ট থেকে ১৮ অগস্ট পর্যন্ত সেতুটি বন্ধ রাখার আবেদন জানায়। কেএমডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, ওই সেতুর ভার বহনের ক্ষমতা পরীক্ষা করা ছাড়াও কয়েকটি ত্রুটি মেরামত করা হবে। এমনকি, ওই সেতুতে ট্রামলাইন রাখা হবে কি না, সে ব্যাপারেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।

প্রাথমিক ভাবে নিজেদের মধ্যে আলোচনার পরে পুলিশ জানিয়েছে, মৌলালির দিক থেকে আসা সমস্ত গাড়িকে শিয়ালদহ স্টেশনের দিকে বা বেলেঘাটা মেন রোডে যেতে দেওয়া হবে। ওই রাস্তা দিয়েই মৌলালিতে যেতে পারবে গাড়িগুলি। একই ভাবে রাজাবাজারের দিক থেকে আসা গাড়ি মহাত্মা গাঁধী রোডের দিকে যেতে পারবে। তবে মৌলালি থেকে জগৎ সিনেমার দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ আবার দক্ষিণ থেকে উত্তরে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। ওই সময়ে শ্যামবাজারের দিক থেকে আসা গাড়ি বিবেকানন্দ রোড, রাজা রামমোহন সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে যেতে পারবে। আবার মল্লিকবাজারের দিক থেকে আসা গাড়ি এস এন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড, ওয়েলিংটন, নির্মলচন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট হয়ে যাবে। পুলিশের আশঙ্কা, ওই তিন দিন এলাকায় তীব্র যানজট হতে পারে। সেই কারণে ওই সময়ে সমাবেশ ও মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

লালবাজার জানিয়েছে, তাদের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে উত্তর দিকে যেতে হলে বেলেঘাটা মেন রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে যেতে হবে। আবার উত্তর দিক থেকে আসা গাড়ি বেলেঘাটা মেন রোড দিয়ে শিয়ালদহ স্টেশনে যাবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sealdah Flyover KMDA Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE