Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata News

বিক্রমের গ্রেফতারির পর মুখ খুললেন সাহেব

‘জাস্টিস ফর সনিকা’ হ্যাশট্যাগ দিয়ে সাহেব নিজের বক্তব্য জানানোর পরই ওয়েব দুনিয়া জুড়ে কমেন্ট ও শেয়ারিং চলতে থাকে। এ দিন দুপুরে আলিপুর আদালতে বিক্রমকে পেশ করার পর আগামী ১০ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সাহেব ও সনিকা। ছবি: সাহেব ভট্টাচার্যের ফেসবুক পেজের সৌজন্যে।

সাহেব ও সনিকা। ছবি: সাহেব ভট্টাচার্যের ফেসবুক পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ১৯:২৪
Share: Save:

৭০ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনায় চলে গিয়েছেন তাঁর বান্ধবী। সনিকা সিংহ চৌহান। এখনও যেন বিশ্বাস করতেই পারেন না সনিকার প্রিয় মানুষ সাহেব ভট্টাচার্য। আদরের সোনুর জন্য মন কেমনের বিষাদ ভুলতে পারেন না সাহেব। তবুও তার মধ্যেও কোথাও চোয়াল শক্ত হয়ে ওঠে। সনিকা মৃত্যুর দুর্ঘটনায় অন্যতম অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর নিজের কষ্টটা শেয়ার করতে ইচ্ছে করে। কিন্তু না! প্রকাশ্যে মুখ খোলেননি বিক্রম। বরং সোশ্যাল মিডিয়ায় বলেছেন তাঁর মনের কথা।

এ দিন ফেসবুকে সাহেব লেখেন, ‘কিছু মানুষ ভেবেছিলেন, আইন নিজের কাজ করবে না। কিছু মানুষ ভেবেছিলেন আমরা আশা হারিয়ে থেমে যাব। কিছু মানুষ ভেবেছিলেন সুড়ঙ্গের শেষে অপরাধীর জন্য আলো রয়েছে। কিন্তু তাঁরা জানেন না, কোনও কোনও সময় ওই আলোটা থাকে পরবর্তী ট্রেনের জন্য।’

সাহেবের ফেসবুক পোস্ট।

‘জাস্টিস ফর সনিকা’ হ্যাশট্যাগ দিয়ে সাহেব নিজের বক্তব্য জানানোর পরই ওয়েব দুনিয়া জুড়ে কমেন্ট ও শেয়ারিং চলতে থাকে। এ দিন দুপুরে আলিপুর আদালতে বিক্রমকে পেশ করার পর আগামী ১০ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, সনিকা কাণ্ডে গ্রেফতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়
আরও পড়ুন, বিক্রম গ্রেফতার, কী বলছে টলিউড?
বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE