Advertisement
১৬ এপ্রিল ২০২৪
narkeldanga

নারকেলডাঙায় দুষ্কৃতী দৌরাত্ম্য, চলল বোমা-গুলি, আহত প্রোমোটার

এ দিন সকালে নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে মোটরবাইকে চড়ে তিন জন যুবক আসে। এসেই বোমাবাজি শুরু করে এলাকায়। তারপর...

বৃহস্পতিবার সকালে এই জায়গাতেই চলল গুলি। ইনসেটে আহত দানিশ।—নিজস্ব ছবি

বৃহস্পতিবার সকালে এই জায়গাতেই চলল গুলি। ইনসেটে আহত দানিশ।—নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ১২:৪৪
Share: Save:

সকাল সকাল বোমা-গুলির আওয়াজে কেঁপে উঠল নারকেলডাঙা। ঘটনায় গুরুতর জখম দানিশ নামের স্থানীয় এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় এনআরএসে চিকিৎসাধীন সে। ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় আসে নারকেলডাঙা থানার পুলিশ। তাদের দাবি, ইমারতি ব্যবসায় ভাগ বাঁটোয়ারা ও পুরনো শত্রুতার জেরেই এমন ঘটনা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এ দিন সকালে নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে মোটরবাইকে চড়ে তিন জন যুবক আসে। এসেই বোমাবাজি শুরু করে এলাকায়। এর পর দানিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি গুলি দানিশের পায়ে লাগে।

বেশ কিছু বছর ধরেই দানিশ প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত। সম্প্রতি নারকেলডাঙা এলাকায় ইমারতি ব্যবসার রমরমা শুরু হয়ছে। পুলিশ সূত্রে দাবি, সিণ্ডিকেট নিয়ে দানিশ ও তার বিপক্ষের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। সম্প্রতি একটি প্রোজেক্ট নিয়ে তাদের এই রেষারেষি চরমে ওঠে। টাকা-পয়সার ভাগ বাঁটোয়ারা নিয়ে বনিবনা হচ্ছিল না। দানিশকে উপযুক্ত শিক্ষা দিতে এই রাস্তাই বেছে নিয়েছিল তার বিরোধী শিবির বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: প্রকাশ্যে যুবককে বেঁধে মার, জানতেই পারল না পুলিশ!

নির্দেশিকা সার, অটো এখনও বেলাগামই

এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। অপরাধীদের সন্ধানে চলছে তল্লাশিও। বৃহস্পতিবার সকালে এই বোমাবাজির পর থেকেই এলাকা থমথমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE