Advertisement
২০ এপ্রিল ২০২৪

নবান্নে ভেঙে পড়ল স্ল্যাব

সপ্তাহের প্রথম কাজের দিন। মন্ত্রী-আধিকারিক-কর্মীদের ভিড়ে তখন সরগরম নবান্ন। ১৪ তলায় নিজের ঘরে বসে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিপত্তি: ভেঙে পড়া স্ল্যাবের টুকরো সরাচ্ছেন কর্মীরা। নিজস্ব চিত্র

বিপত্তি: ভেঙে পড়া স্ল্যাবের টুকরো সরাচ্ছেন কর্মীরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০০:৩০
Share: Save:

সপ্তাহের প্রথম কাজের দিন। মন্ত্রী-আধিকারিক-কর্মীদের ভিড়ে তখন সরগরম নবান্ন। ১৪ তলায় নিজের ঘরে বসে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনতলায় সিঁড়ির নীচে ডিউটি করছিলেন কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের কয়েক জন কর্মী। আচমকা প্রচণ্ড শব্দ। কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে এসে দেখলেন, সিঁড়ির পাশ থেকে খসে পড়েছে আস্ত পাথরের স্ল্যাব। সোমবার দুপুরের ঘটনা। অল্পের জন্য বেঁচে গিয়েছেন কমব্যাট ফোর্সের ওই কর্মীরা। খবর পেয়ে তড়িঘড়ি চলে আসেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা। খুঁটিয়ে শুরু হয় সিঁড়ি পরীক্ষা। মোটা পাথরের স্ল্যাব খুলে ফেলা হবে কি না, তা নিয়েও আলোচনা হয়। আজ, মঙ্গলবার থেকে সিঁড়ির অবস্থা খতিয়ে দেখা শুরু হবে বলে পূর্ত দফতরের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna Slab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE