Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সন্ধিপুজো দেখতে মণ্ডপে সৌরভ, বাড়ল হইচই

ঠাকুর দেখতে বেরিয়ে যে কোনও মণ্ডপে মা দুর্গার মূর্তি তো দেখা যায়ই। সঙ্গে মন মাতানো আলোকসজ্জা আর মনে দাগ কাটার মতো মণ্ডপ। কিন্তু বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় তিনি বাড়তি আকর্ষণ।

দুর্গাদর্শন: মহাষ্টমীতে নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সুদীপ্ত ভৌমিক

দুর্গাদর্শন: মহাষ্টমীতে নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৩:১৬
Share: Save:

বুধবার দুপুরে অষ্টমীর সন্ধিপুজো দেখতে পাড়ার পুজো মণ্ডপে তিনি আসতেই যেন হইচই বেড়ে গেল কয়েকগুণ। গুঞ্জন শুরু হয়ে গেল, ‘ওই তো তিনি এসে গিয়েছেন... এ বার তাঁকে দেখা যাবে।’

ঠাকুর দেখতে বেরিয়ে যে কোনও মণ্ডপে মা দুর্গার মূর্তি তো দেখা যায়ই। সঙ্গে মন মাতানো আলোকসজ্জা আর মনে দাগ কাটার মতো মণ্ডপ। কিন্তু বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় তিনি বাড়তি আকর্ষণ। ঠাকুর দেখতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দর্শন পাওয়ার সৌভাগ্য অনেকেরই হয়ে যেতে পারে। যেমন হল বুধবার, অষ্টমীর দুপুরে। যখন প্রাক্তন ভারত অধিনায়ক সন্ধিপুজো দেখতে এলেন পাড়ার পুজোমণ্ডপে।

তিনি মণ্ডপে আসতেই চারদিকে ছটফটানি বেড়ে গেল যেন। একে একে শয়ে শয়ে মোবাইল ক্যামেরাও বেরিয়ে পড়ল প্রাক্তন ক্রিকেট তারকার এক ঝলক ধরে রাখার জন্য। চারদিক থেকে ভেসে এল আবদার, ‘দাদা এ দিকে... দাদা এ দিকে’।

ভিড়ের মধ্যে থেকে এক ভক্তের তো প্রায় তাঁর ওপর হুমরি খেয়ে পড়ারই উপক্রম। খ্যাতির এই বিড়ম্বনায় কি একটু বিরক্তই হলেন সৌরভ? মণ্ডপে এসে ঢাকিদের কাছ থেকে ঢাক চেয়ে নিয়ে তাতে কিছুক্ষণ তালের ঝড় তোলা প্রায় প্রতি বছরেরই অভ্যাস তাঁর। তবে এ বার আর তা করলেন না। সাংবাদিকদের শুধু বললেন, ‘‘প্রতিবার যেমন মহাষ্টমীর পুজো দেখতে আসি, এ বারেও এসেছি। দুর্গাপুজোর অষ্টমী তো যে কোনও বাঙালির কাছেই বড় দিন।’’

এই খ্যাতিই তাঁকে আর পাঁচজনের মতো ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দের উপভোগ করা থেকে বঞ্চিত করে রাখে। নিজেই সেই দুঃখ করে বললেন, ‘‘কী করে ঠাকুর দেখতে যাব বলুন? এত ভিড়ে কি আর সেটা সম্ভব?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE