Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Durga Puja

কার্নিভালে যোগ দেবে না মুদিয়ালী, দশমীতে বিসর্জনের ঐতিহ্য ভাঙতে নারাজ

কলকাতা শহরের পুরনো বারোয়ারি পুজো গুলির মধ্যে চিরকালই জায়গা করে নিয়েছে মুদিয়ালীর পুজো। এ বছর ৮৪ তম বর্ষে তাঁদের পুজোর থিম ছিল — মায়ের আঁচল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ২১:৫৬
Share: Save:

কার্নিভালে আমন্ত্রণ থাকলেও, ক্লাবের ৮৩ বছরের ঐতিহ্য মেনে শুক্রবার দশমীতেই প্রতিমা নিরঞ্জন করল দক্ষিণ কলকাতার মুদিয়ালী ক্লাব।

কলকাতা শহরের পুরনো বারোয়ারি পুজো গুলির মধ্যে চিরকালই জায়গা করে নিয়েছে মুদিয়ালীর পুজো। এ বছর ৮৪ তম বর্ষে তাঁদের পুজোর থিম ছিল — মায়ের আঁচল।

তাঁদের মন্ডপে বাংলার দুই প্রাচীন লোক শিল্প ডোকরা এবং পটচিত্রের মেলবন্ধনে তৈরি হয়েছিল এক টুকরো গ্রাম বাংলা।

পুজোর আগেই নবান্ন থেকে ক্লাব কর্তৃপক্ষকে নবান্ন থেকে আমন্ত্রণ জানানো হয় ২৩ অক্টোবরে রেড রোডো প্রতিমা প্রদর্শের কার্নিভালে যোগ দিতে। এ বছর কলকাতার অধিকাংশ বড় পুজোর পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পুজোকেও কার্নিভালে জায়গা করে দিতে ৭৫ টি পুজোকে কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মুদিয়ালী ক্লাব কর্তৃপক্ষ। তাঁরা নবান্নকে লেখা চিঠিতে জানিয়েছেন, পুজোর শুরু থেকে তাঁরা দশমীতে বিসর্জনের রীতি মেনে আসছেন। সেই কারণেই তাঁরা কার্নিভালে যোগ দিতে পারবেন না।

আরও পড়ুন: উৎসব শেষের ভিড় উপচে পড়ল উত্তর থেকে দক্ষিণে

ক্লাবের সম্পাদক অশোক দে বলেন, “ এর আগের দু’বছরও আমরা কার্নিভালে যোগ দিইনি। কারণ একটাই। আমরা আমাদের ঐতিহ্য ভাঙতে পারবো না।” তিনি বলেন, জুবিলি বছর অর্থাৎ ২৫ তম, ৫০ তম এবং ৭৫ তম বছরে একদিন বেশি প্রতিমা রাখা হয়। এ ছাড়া বাকি সব বছরে তাঁরা দশমীতেই বিসর্জন দেন।

এ বছরেও মুদিয়ালীর পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশোক বাবু বলেন, কার্নিভালে যোগ না দেওয়ার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “ আমাদের পুজোতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত নন। ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনও বছর যদি দশমীর দিন কার্নিভাল হয়, তবে আমরা অবশ্যই সেখানে যোগ দেব।”

(শহরের সেরা খবর, শহরের ব্রেকিং নিউজ জানতে এবং নিজেদের আপডেটেড রাখতে আমাদের কলকাতা বিভাগ পড়ুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2018 Mudiali Mamata Banerjee Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE