Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Durga Puja

দুর্গা পুজোয় হ্যাভেলস-এর অনন্য উদ্যোগ

অক্টোবর মাসে যখন গোটা শহর মেতে উঠেছে মাতৃ-আরাধনার আনন্দে, হ্যাভেলস-ও সেই স্রোতে গা ভাসিয়ে দিল।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৬:৫৯
Share: Save:

কলকাতা মানেই সবসময় আনন্দের রেশ লেগে থাকা একফালি শহর। এ শহর বিশ্বকবি রবীন্দ্রনাথের। এ শহর রবীন্দ্র সংগীতের। এ শহর মানেই সুযোগ পেলেই রসগোল্লার অতুলনীয় স্বাদের আস্বাদন। তবে এই শহর যাই হোক না কেন, দুর্গা পুজোর সময় এই শহরের আসল প্রাণোচ্ছ্বল - প্রাণবন্ত রূপটা দেখা যায়। লোকে বলে, এই সময়ে বাইরের ঠাকুর দেখার পাঠ চুকিয়ে ঘরে বসে থাকা যে কারও পক্ষে অসম্ভবের থেকেও কঠিন কিছু।

দুর্গা পুজোর সময় যেমহানগরী প্যান্ডেলে প্যান্ডেলে ভরে যায়, সেটা বোধ হয় বলে বোঝানোর দরকার নেই। শহর পেরিয়ে, রাজ্য পেরিয়ে দূর দেশ থেকে লোকজন এই শহরেপা রাখেশুধুমাত্র পুজোকে প্রাণ ভরে উপভোগ করতে - মায়ের আশীর্বাদ নিতে। বড়, ছোট, মাঝারি সব ধরনের মানুষ সামিল হয় এই পুজোয়।

এই বছর, অক্টোবর মাসে যখন গোটা শহর মেতে উঠেছে মাতৃ-আরাধনার আনন্দে, হ্যাভেলস-ও সেই স্রোতে গা ভাসিয়ে দিল।

গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনে এবার হ্যাভেলস তৈরি করেছে ১০ ফুট লম্বা মা দুর্গার একটি প্রতিমূর্তি। যেটি বানানো হয়েছে হ্যাভেলস-এর আগুন প্রতিরোধক তারের দ্বারা। যে তারটি ১৮০০ মিটার লম্বা। পাশাপাশি প্রতিমূর্তিটির সঙ্গে লাগানো রয়েছে একটি স্বর-যন্ত্র যা সেন্সরের মতো কাজ করে। আর স্টলের সামনেই রাখা রয়েছে ড্রাম। সেই ড্রামে ঘা দিলেই মায়ের ত্রিশুল উদ্যত হয়ে বিঁধে যাচ্ছে মহিষাসুরের বুকে।

এই ধরনের উদ্যোগ ইতিমধ্যেই, বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সকলের কাছেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

অসুর বিনাশে মায়ের আগমণ, তাঁর শক্তি, তার রক্ষাকারী অবতার রূপ, খারাপের বিরুদ্ধে ভাল'র জয়, - দুর্গাপুজোর এই মূল ভাবনাগুলিকে মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে হ্যাভেলস। অনেকটা ঠিক হ্যাভেলস-এর এই তার-এর মতো। যা ব্যবহার করা মানেই নিরাপত্তা ও কার্যকারীতার বিষয়টিকে একদম নিশ্চিত করে ফেলা। সেই সঙ্গে আগুন লাগার চিন্তাকে টাটা বাই বাই।

মা দুর্গা যেমন সকল অসুরের নাশ করে সকলকে সুরক্ষিত রেখেছেন, ঠিক তেমনই পৃথিবীতে আরও সুন্দর এবং সুরক্ষিত রাখার বার্তাই যেন ফুটে উঠেছে হ্যাভেলস-এর উদ্যোগের মধ্যে দিয়ে। এ যেন আদি মহাশক্তিকে নিখুঁত শ্রদ্ধাঞ্জলির দেওয়ার সমান।

দেখুন হ্যাভেলস-এর সেই উদ্যোগের এক ঝলক -

হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড হল একটি ফাস্ট মুভিং ইলেক্ট্রিৃক্যাল গুডস কোম্পানি এবং বিশ্বের অন্যতম প্রধান শক্তি বিতরণী সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক সার্কিট সুরক্ষা ডিভাইস, বৈদ্যুতিন তার এবং কেবল, মোটর, পাখা, মডিউলার সুইচ, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক ওয়াটার হিটার, পাওয়ার ক্যাপাসিটরস, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ব্যবহারের জন্য লুমিনারাইস সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে হ্যাভেলস-এর ব্যাপ্তি বিশ্বব্যাপী বাজারে অনেকখানিই।

বিশদ জানতে ক্লিক করুন https://www.havells.com/-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Durga Puja 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE