Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Kolkata News

হঠাৎ সৌরভের বাড়িতে জয়, বেরিয়ে বললেন ‘মোদীজিকে খুব ভাল লাগে ওঁর’

দুর্গোৎসবের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আর সেই সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু রাজ্যের রাজনৈতিক শিবিরে। এই মুহূর্তে প্রত্যক্ষ রাজনীতিতে সিএবি প্রেসিডেন্টের যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জয়। কিন্তু সৌরভের মুখে ‘নরেন্দ্র মোদীর প্রশংসা’র বিষয়ে যে কথা জয় জানিয়েছেন, তাতে জল্পনা বেড়েছে।

কিছুটা আড্ডার মেজাজেই জয় বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

কিছুটা আড্ডার মেজাজেই জয় বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১৬:৫০
Share: Save:

দুর্গোৎসবের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আর সেই সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু রাজ্যের রাজনৈতিক শিবিরে। এই মুহূর্তে প্রত্যক্ষ রাজনীতিতে সিএবি প্রেসিডেন্টের যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জয়। কিন্তু সৌরভের মুখে ‘নরেন্দ্র মোদীর প্রশংসা’র বিষয়ে যে কথা জয় জানিয়েছেন, তাতে জল্পনা বেড়েছে।

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের বাড়িতে বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মহাসপ্তমীতে। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন জয়। সৌরভের সঙ্গে তাঁর কথাবার্তাও হয়। ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

সৌরভ-স্নেহাশিসের সঙ্গে কী বিষয়ে কথা হল, তা নিয়ে বিশদে মুখ খোলেননি জয়। বরং জল্পনা লঘু করার চেষ্টা করেছেন। জয়ের কথায়, ‘‘আমি বেহালারই ছেলে। তাই পুজোর সময়ে সৌরভের বাড়ি যাওয়ায় অস্বাভাবিকতা খোঁজার প্রয়োজন নেই। ওঁদের সঙ্গে আমার দীর্ঘ দিনের আলাপ। কোনও রাজনৈতিক কারণে সৌরভের বাড়ি যাইনি।’’

আরও পড়ুন: দেবীর সঙ্গে দিদির মূর্তি, আছেন পার্থও! সেলফি পাঠালে জুটবে পুরস্কার

পুরোটাই কি সৌজন্য? রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি? জয় বলেন, ‘‘আমি এখন পুরোদস্তুর রাজনীতিতে। ফলে রাজনীতি নিয়ে কথা হওয়া স্বাভাবিক।’’ কিন্তু কী কী কথা হল রাজনৈতিক প্রসঙ্গে, তা বিজেপি নেতা সবিস্তারে বলতে চাননি। শুধু বলেন, ‘‘নরেন্দ্র মোদীকে নিয়ে কথা হচ্ছিল। সৌরভ বলছিলেন, নরেন্দ্র মোদীকে তাঁর খুব ভাল লাগে।’’

সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রাজনীতিতে আসতে অনাগ্রহী বলে জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

২০১২ সালে আমদাবাদে একটি ক্রিকেট ম্যাচের ফাঁকে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌরভের আলাপ হয়েছিল বলে জয় বন্দ্যোপাধ্যায় জানান। তিনি বলেন, ‘‘প্রথম আলাপেই মোদীজিকে খুব ভাল লেগেছিল সৌরভের। মোদীজিকে সৌরভ খুবই পছন্দ করেন। সে সব কথাই হচ্ছিল।’’

তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রাজনীতিতে আসতে অনাগ্রহী বলে জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিজেপি নেতার কথায়, ‘‘সৌরভ বলেছেন যে, তিনি এখন সিএবি তথা ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত। এই সব দায়দায়িত্বই তিনি এখন ভাল ভাবে পালন করতে চান। তাই এখন রাজনীতিতে নামতে চান না।’’

আরও পড়ুন: পুজোর স্টলে বই বেচছেন বিমান, ‘হিট’ বুদ্ধদেবও

রাজনীতিতে সৌরভের যোগদান নিয়ে জল্পনা এই প্রথম ছড়াল, এমন নয়। কখনও জল্পনা ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে। কখনও জল্পনা ছড়িয়েছে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সৌরভের বাড়ি যাওয়ার পরে। এ বার বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় সৌরভের বাড়ি যাওয়ায় আরও এক দফা চর্চা শুরু হল সৌরভের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে। মোদী সম্পর্কে সৌরভের মতামতের বিষয়ে জয় যে কথা জানিয়েছেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক শিবিরের একাংশের মত।

নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE