Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Satyajit Ray Film & Television Institute

দেওয়ালির পার্টিতে শ্লীলতাহানির অভিযোগ এসআরএফটিআইয়ে

ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে পঞ্চসায়র থানার লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অলঙ্করণ: শৌভিক দেবনাথ।

অলঙ্করণ: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১১:৩৭
Share: Save:

ভিন রাজ্যের এক ছাত্রীকে বার বার হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল অভিযোগ উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সিনিয়র দুই পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে পঞ্চসায়র থানার লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই ছাত্রী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, প্রথম বার সেপ্টেম্বর মাসে তাঁকে হেনস্থা করেন সিনিয়র দুই পড়ুয়া। তার পরও একই ঘটনা ঘটে বেশ কয়েক বার। সম্প্রতি দেওয়ালির দিন একটি পার্টিতে ফের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এর পরই থানায় লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। শ্লীলতাহানির পাশাপাশি তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঝাড়খণ্ড থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়তে এসেছিলেন ওই ছাত্রী।

পঞ্চসায়র থানার এসআই প্রসেনজিৎ পাল জানিয়েছে, ওই ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: অভিযুক্তেরা অধরাই, হুমকি প্রতিবেশীকেও

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE