Advertisement
২০ এপ্রিল ২০২৪

এসআরএফটিআইয়ে অনশনে পড়ুয়ারা

ছাত্র প্রতিনিধি জৈন আব্রাহাম বুধবার জানিয়েছেন, ‘ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ কোর্সের জন্য যে গাইডলাইন তৈরি হয়েছে, তা নিয়ে পড়ুয়াদের আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, ওই কোর্সের জন্য পড়ুয়ারা যে ডিপ্লোমা ফিল্ম বানাবেন, তার ক্যামেরা এবং শব্দগ্রহণের যন্ত্র নিম্ন মানের।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।—ফাইল চিত্র।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫০
Share: Save:

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়াদের একাংশ। পরপর কয়েক দিন ক্লাস বয়কটের পরে মঙ্গলবার রাত থেকে অনশনও শুরু হয়েছে।

ছাত্র প্রতিনিধি জৈন আব্রাহাম বুধবার জানিয়েছেন, ‘ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ কোর্সের জন্য যে গাইডলাইন তৈরি হয়েছে, তা নিয়ে পড়ুয়াদের আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, ওই কোর্সের জন্য পড়ুয়ারা যে ডিপ্লোমা ফিল্ম বানাবেন, তার ক্যামেরা এবং শব্দগ্রহণের যন্ত্র নিম্ন মানের। সেই সঙ্গে তাঁর অভিযোগ, হস্টেলের অবস্থা ভাল নয়, মেধাবৃত্তি ঠিকঠাক বণ্টন করা হয় না এবং পড়ুয়াদের যে ছবি তৈরি করতে হয়, তার টাকাও ঠিক সময়ে দেওয়া হয় না। বিষয়গুলি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে বলেই দাবি পড়ুয়াদের। তা সত্ত্বেও কোনও সমাধাের ব্যবস্থা কর্তৃপক্ষ করেননি বলেই পড়ুয়াদের অভিযোগ। সেই কারণেই তাঁরা এই আন্দোলন শুরু করেছেন বলে জানান।

এ দিন এসআরএফটিআই-এর অধিকর্তা দেবমিত্রা মিত্র দফতরে আসেননি। তিনি জানান, মঙ্গলবার আন্দোলনকারীরা তাঁর ঘরে ঢুকে পড়েছিলেন। ছাত্র সংগঠনের সভানেত্রী নৈঋতা গুহঠাকুরতা অধিকর্তার দফতরের ভিতরেই অনশন করছেন। দেবমিত্রা বলেন, ‘‘বারবার ওদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্তেরা। সব কিছুতেই একটু সময় লাগে। কিন্তু ওরা কিছুই শুনতে চায় না। ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়ার ডিপ্লোমা ফিল্মের জন্য যে লেন্স ওরা চাইছে, তা সিনেমার কোর্সের জন্য দেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE