Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটে সব বুথেই সশস্ত্র বাহিনী

৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার।

নিরাপত্তা নিয়ে ‘সন্তুষ্ট’ রাজ্য নির্বাচন কমিশনার

নিরাপত্তা নিয়ে ‘সন্তুষ্ট’ রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০৩:০৮
Share: Save:

আগামী রবিবার কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। তার নিরাপত্তা নিয়ে ‘সন্তুষ্ট’ রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ।

৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার। সেখানেই ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, পর্যাপ্ত ও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ২০টি বুথ এবং একটি অক্সিলিয়ারি বুথে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। দু’জন করে সশস্ত্র পুলিশের সঙ্গে থাকবেন এক জন করে লাঠিধারীও। পাশাপাশি থাকছে হেভি রেডিও ফ্লাইং
স্কোয়াড (এইচআরএফএস)।

৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের জন্য আজ, বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আগামী ৬ জানুয়ারি, সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ইভিএমে ভোট হবে। সেখানকার নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে কথা শুরু হয়েছে অমরেন্দ্রবাবুর। পুরসভার দু’টি ওয়ার্ডের উপনির্বাচনের নিরাপত্তার সঙ্গে পঞ্চায়েতের তুলনা প্রসঙ্গে কমিশনারের মত, পঞ্চায়েতের ক্ষেত্রে যোগাযোগের কিছু সমস্যা ছিল। কিন্তু উপনির্বাচন যেহেতু শহরের বুকে, তাই প্রয়োজনে তারা দ্রুত পদক্ষেপ
করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

State Election Commission Bypoll KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE