Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গতিধারা ছাড়া ফের পারমিট বিলির ভাবনা

বছরখানেকেরও বেশি সময় বন্ধ থাকার পরে ফের শুরু হতে চলেছে লাক্সারি ট্যাক্সির সাধারণ পারমিট বিলির কাজ। এত দিন ধরে শুধুমাত্র ‘গতিধারা’য় আবেদনকারীদেরই লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়া হচ্ছিল।

অত্রি মিত্র
শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১২:০৫
Share: Save:

বছরখানেকেরও বেশি সময় বন্ধ থাকার পরে ফের শুরু হতে চলেছে লাক্সারি ট্যাক্সির সাধারণ পারমিট বিলির কাজ। এত দিন ধরে শুধুমাত্র ‘গতিধারা’য় আবেদনকারীদেরই লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়া হচ্ছিল। পরিবহণ দফতর সূত্রের খবর, চলতি মাস থেকেই ফের বাণিজ্যিক ভাবে লাক্সারি ট্যাক্সির সাধারণ পারমিট দেওয়া শুরু করা হতে পারে।

‘গতিধারা’ প্রকল্পে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিতে বেকার যুবকদের গাড়ি বিলি শুরু হওয়ার পর থেকেই সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে লাক্সারি ট্যাক্সির পারমিট বিলি কার্যত বন্ধ করে রাখা হয়েছিল। বিশেষ কিছু ক্ষেত্রে পারমিট দেওয়া হচ্ছিল।

এর কারণ কী? পরিবহণ দফতরের কর্তারা জানিয়েছেন, রাজ্য সরকারের ‘গতিধারা’ প্রকল্প শুরু হওয়ার কয়েক মাস আগেই কলকাতা শহরে ওলা এবং উবেরের মতো অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ব্যবসা শুরু করেছে। স্বভাবতই লাক্সারি ট্যাক্সির পারমিট নেওয়ার জন্য সে সময়ে প্রতি দিনই কয়েক হাজার করে আবেদন জমা পড়তে শুরু করেছিল। পরিবহণকর্তারা জানিয়েছেন, এর পরেই সাধারণ পারমিট দেওয়ার কাজ স্থগিত রাখা হয়। এক পরিবহণকর্তার কথায়, ‘‘কলকাতায় এমনিতেই প্রয়োজনের তুলনায় রাস্তার পরিসর অনেক কম। তার উপরে লাক্সারি ট্যাক্সির ঢালাও পারমিট দিলে সমস্যা আরও জটিল হতে পারে। যানজটের আশঙ্কা থেকেই তখন সাধারণ পারমিট দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’’

তা হলে এ বার ফের পারমিট দেওয়া শুরু করা হচ্ছে কেন?

পরিবহণ দফতর সূত্রের খবর, সেই ওলা-উবেরের মতো অ্যাপ-নির্ভর ট্যাক্সি সংস্থাগুলির চাপেই ফের পারমিট বিলি শুরু করতে চলেছে পরিবহণ দফতর। ‘সার্জ প্রাইসিং’ বা বাড়তি ভাড়া নেওয়ার কী কারণ, ওলা-উবেরের কাছে তা নিয়ে জানতে চেয়েছিল সরকার। তাতে ওলা ও উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশির ভাগ সময়েই যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ির জোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না। চাহিদা ও জোগানের সাধারণ নিয়ম মেনেই সে সময়ে গাড়ির ভাড়া বে়ড়ে যায়। গাড়ির জোগান বাড়লেই ভাড়া কমে যাবে বলে আশ্বাস দিয়েছেন ওই দুই অ্যাপ-ক্যাব সংস্থার কর্তারা।

এ বিষয়ে পরিবহণ দফতরের এক কর্তা বলেন, ‘‘এটাই একমাত্র কারণ নয়। অনেক অফিসযাত্রীই এখন নিজের গাড়ি নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার থেকে ওলা-উবেরে যাওয়া পছন্দ করেন। তাতে গাড়ি পার্কিংয়ের ঝামেলা এড়ানো সম্ভব হয়। এতে রাস্তায় গাড়ির সংখ্যা আগের থেকে কমেছে। এই অবস্থায় ওলা-উবেরের জন্য গাড়ির পারমিট আরও বেশি করে দিলে ভালই হবে বলে আমাদের মনে হয়।’’ তাই, শুধু ‘গতিধারা’ নয়, তার বাইরেও লাক্সারি ট্যাক্সির সাধারণ পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Luxury Taxes Permit West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE